সবার জন্য একই চিকিৎসা: স্বাস্থ্যমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১১:৪২:০৩,অপরাহ্ন ২৩ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৮৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসে আক্রান্ত ভিআইপিদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে যেসব খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সরকার সবার জন্য একই চিকিৎসার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনকার অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে আক্রান্ত-মৃত্যু-আরোগ্যের তথ্য তুলে ধরার পর এ ব্যাপারে মন্ত্রী বলেন, “বিভিন্ন খবরের কাগজে এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে। এ বিষয়টি সঠিক নয়।”
“সরকার এ রকম কোনো ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসা ব্যবস্থা রাখা হয়েছে। আমি আহ্বান করব, কেউ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের বিবৃতি দেবেন না, যার কারণে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং যা সরকারি নীতি বহির্ভূত।”
“কোনো হাসপাতালই লকডাউন করা হয়নি এবং হবে না। অন্যান্য হাসপাতালে স্বাভাবিক চিকিৎসা বজায় আছে এবং থাকবে।”