‘আলেম-উলামাদের পরামর্শে জুমায় উপস্থিতি সীমিত রাখার আহ্বান’
প্রকাশিত হয়েছে : ৫:৫৭:০৫,অপরাহ্ন ২৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩৬৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জুমার নামাজে মসজিদে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়।
ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশের বিশিষ্ট আলেম-উলামাদের পরামর্শ অনুযায়ী শুক্রবার জুমাসহ সব জামাতে মুসল্লিদের উপস্থিতি সীমিত রাখার আহ্বান করা হচ্ছে। সেই সঙ্গে ভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষা নিশ্চিত না হয়ে, মসজিদে না যাওয়ার আহ্বান ইসলামিক ফাউন্ডেশনের।