চাহিদা ভিত্তিতে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি
প্রকাশিত হয়েছে : ১:৫২:২৯,অপরাহ্ন ০৭ জানুয়ারি ২০২০ | সংবাদটি ২১২৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সেকেন্ডারী এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর চাহিদার ভিত্তিতে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
মঙ্গলবার (৭ জানুয়ারি) শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের করণীয় বিষয়ে পৃথক একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
আবেদনকারী শিক্ষক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। কোন ভুল বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল হয়ে যাবে। ফরম পূরণ করে একবার সাবমিট করা হয়ে গেলে তা আর সংশোধন করা যাবে না। প্রত্যেক আবেদনের জন্য নির্ধারিত ১৮০ টাকা ফি জমা না দিলে আবেদন বৈধ বলে গণ্য হবে না।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৬০৪টি মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসায় ১ হাজার ১৯৯টি পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে।