গ্রেফতার ভয় কাটলো বিএনপি প্রার্থী ইশরাকের!
প্রকাশিত হয়েছে : ১:০৪:৫৫,অপরাহ্ন ০৪ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১৬৯১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা সিটি নির্বাচনের আগে কোনো প্রার্থীর বিরুদ্ধে পুরনো মামলায় নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না।
শনিবার (৪জানুয়ারি) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেনের আবেদনে রিটার্নি কর্মকর্তা এ ঘােষণা দিয়েছেন।
এ ঘোষণার পর বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী ইশরাক হোসেনের গ্রেফতার ভয় কাটলো।
এর আগে শুক্রবার (৩ জানুয়ারি) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে নির্বাচন থেকে সড়ে যেতে মামলা ও গ্রেপ্তারের সরকার ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করেন ইশরাক হোসেন।
অভিযোগের বিষয়ে ইশরাক হোসেন গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকালে বিএনপি সমর্থিত ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেপ্তারি পরোয়না ছাড়াই সাদা পোশাকের পুলিশ গ্রেপ্তার করে।
একই সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুস সাহেদ মন্টুর কার্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকরা হুমকি দেয়।