‘এখানে আমার আর আমার স্ত্রীর রাজনীতি চলবে’
প্রকাশিত হয়েছে : ১১:০৩:১৯,অপরাহ্ন ০৭ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৯৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সাংসদ ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, লোহাগাড়া-সাতকানিয়া শুধু আমার আর আমার স্ত্রীর রাজনীতি চলবে। কারণ আমি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি প্রতিনিধি। এছাড়া বাচ্চু মামার (প্রধানমন্ত্রীর সামরিক সচিব), আওয়ামী লীগ সভাপতি-সেক্রেটারির, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাদের, উপজেলা চেয়ারম্যান বাবুলের, সর্বোপরি এখানে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতি চলবে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, অন্যরা এলাকায় মেহমান হিসেবে আসবেন, কবর জিয়ারত করবেন, মা-বাবা থাকলে তাদের সাথে দেখা করবেন তারপর নিজ গন্তব্যে চলে যাবেন।
রবিবার (৬ সেপ্টেম্বর) রাতে সনাতন ধর্মাবলম্বীদের দূর্গাপূজা উপলক্ষে লোহাগাড়ার আমিরাবাদ, কলাউজান ও পদুয়াসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা জানান।
তিনি বলেন, এখানে কোন বিভাজনের রাজনীতি চলবে না। সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। পরে তিনি প্রত্যেক মণ্ডপে আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান।
আয়োজিত সভায় লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগ সেক্রেটারি সালাহউদ্দিন হিরুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য রিজিয়া রেজা চৌধুরী।
এতে আরও উপস্থিত ছিলেন- লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান এম ইব্রাহীম কবির, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান শ্রীনিবাস দাশ সাগর, লোহাগাড়া সদর ইউপি চেয়ারম্যান নুরুচ্ছাফা চৌধুরী, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব মিয়া, পুটিবিলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ ইউনুছ, কলাউজান ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াহেদ, পদুয়া ইউপি চেয়ারম্যান জহির উদ্দিন, লোহাগাড়া উপজেলা যুবলীগ আহবায়ক জহির উদ্দিন, যুগ্ম আহবায়ক ফজলে এলাহি আরজু, পূজা উদযাপন পরিষদ সভাপতি শিবু রঞ্জনদাশ প্রমুখ।