ইনাম আহমদ চৌধুরী বিএনপির ভাইস চেয়ারম্যান থেকে আ’লীগের উপদেষ্টা!
প্রকাশিত হয়েছে : ৯:৩৩:১৩,অপরাহ্ন ০৭ জুলাই ২০১৯ | সংবাদটি ১০৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইনাম আহমদ চৌধুরী বিএনপির রাজনীতিতে থাকাকালে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান। গত একাদশ সংসদ নির্বাচনে সিলেট ১ আসনে দল থেকে মনোনয়ন না পেয়ে বিএনপি ত্যাগ করে চলে যান ক্ষমতাসীন আওয়ামীলীগের রাজনীতিতে। ওই সময় তাকে দলীয় কোনো পদ না দেওয়া হলেও ভবিষ্যতে কেন্দ্রীয় কোনো পদ দেয়া হতে পারে এমন গুঞ্জন ছিল। অবশেষে তাকে পুরস্কৃত করেছে আওয়ামী লীগ। দলটি তাকে উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত করেছে।
রবিবার (৭ জুলাই) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইনাম আহমদ গত বছরের ১৯ ডিসেম্বর গণভবনে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন।
আওয়ামী লীগে যোগ দেওয়ার আগে ইনাম আহমেদ বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ওপরে বইও লিখেছেন তিনি।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী হতে চেয়েছিলেন সাবেক কূটনীতিক ও আমলা ইনাম আহমেদ চৌধুরী। প্রাথমিক মনোনয়ন তালিকায় থাকলেও শেষ পর্যন্ত চূড়ান্ত মনোনয়নে বাদ পড়েন তিনি। পরে এই আসনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবদুল মুক্তাদিরকে মনোনয়ন দেয় বিএনপি।