জামায়াতের নতুন প্লাটফর্মকে স্বাগত জানাবো: কাদের
প্রকাশিত হয়েছে : ১:৫৫:৪৯,অপরাহ্ন ২৯ জুন ২০১৯ | সংবাদটি ১৭১৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জামায়াতের নতুন প্লাটফর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাবো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, তাদের বর্তমান অবস্থা কার্যক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হবে।
শুক্রবার (২৮ জুন) দুপুরে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। একাত্তরের ভূমিকা নিয়ে সমালোচনা থাকলেও জামায়েতের বর্তমান অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেই’- অলি আহমদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসলে বাস্তবতা কি সেটা দেখতে হবে সরেজমিনে।
তিনি বলেন, তারা পরিবর্তিত কোনো রূপ নিয়ে এসেছে কি না? এটা তাদের কার্যাক্রমের মধ্য দিয়ে প্রমাণিত হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে? আর সেটা কতটা করে? সেটা তাদের কার্যক্রমের উপর নির্ভর করবে। এর জন্য অপেক্ষা করতে হবে। কর্নেল অলীর নতুন জোট কেমন হবে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, আসুক, গণতান্ত্রিক রাজনীতিতে আসুক। নতুন প্লাটফর্মকে আমরা অবশ্যই স্বাগত জানাব। আমরা এর বিরুদ্ধে নই। নতুন প্লাটফর্ম এসে রাজনীতিটা কি করছে সেটার ওপর নির্ভর করছে আসলে তারা কি চায়।