প্রতি উপজেলা থেকে বছরে বিদেশ যাবে ১০০০ জন!
প্রকাশিত হয়েছে : ১:৫২:৩৪,অপরাহ্ন ২১ জুন ২০১৯ | সংবাদটি ৯৭৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নাগরিকদের অভিবাসন প্রক্রিয়ায় উৎসাহিত করতে প্রত্যেক উপজেলা থেকে বছরে গড়ে ১ হাজার কর্মীকে বিদেশ পাঠাতে চায় সরকার। ইতিমধ্যে এ বিষয়ে কর্ম পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য আনোয়ারুল আবেদীনের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী ইমরান আহমেদ।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কর্মী গমনের ক্ষেত্রে দেশের সকল অঞ্চল থেকে বিদেশে যাবার সুযোগ সবার জন্য উন্মুক্ত রয়েছে। তবে পিছিয়েপড়া জেলাসমূহের ক্ষেত্রে নতুন কর্মপরিকল্পনা নেয়া হয়েছে।
তিনি জানান, বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১৭৩টি দেশে কর্মী প্রেরণ করা হচ্ছে। উপজেলাভিত্তিক বিদেশে গমন করা বা ফেরত কর্মীদের সঠিক সংখা নির্ধারণ করতে ভবিষ্যতে পৃথক ডাটাবেজ প্রণয়নের পরিকল্পনা রয়েছে।
সরকারি দলের আরেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অধিকহারে দক্ষ কর্মী বিদেশে প্রেরণের বিষয়টি নিশ্চিত করতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বিএমইটির কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা ৩৮ থেকে ৭০টিতে উন্নীত করা হয়েছে। এসব প্রশিক্ষণ কেন্দ্রে ৫৫টি কর্মসংস্থান উপযোগী স্বল্প ও দীর্ঘ মেয়াদি কোর্সে প্রশিক্ষণ দেয়া হয়।