এক নজরে বিশ্বকাপে ১০ দলের স্কোয়াড
প্রকাশিত হয়েছে : ১০:৫৯:০৫,অপরাহ্ন ২৬ মে ২০১৯ | সংবাদটি ১৩৮৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বহু প্রতিক্ষিত আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ১২তম আসর শুরু হচ্ছে আগামী ৩০ মে বৃহস্পতিবার। ইংল্যান্ডে শুরু হওয়া ২০১৯ সালের এ আসরের ফাইনাল ম্যাচ খেলা হবে আগামী ১৪ জুলাই।
এবারের বিশ্বকাপে খেলবে বাংলাদেশসহ ১০ দল। আইসিসির বেধে দেওয়া নির্ধারিত সময় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যার্কিংয়ের শীর্ষ আট দল চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। এছাড়া বাকি দুই দলও জিম্বাবুয়েতে হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপ কোয়ালিফায়ারে চূড়ান্ত হয়। র্যাকিংয়ের শীর্ষ আট দলের সাথে বিশ্বকাপে যোগ দিল উইন্ডিজ ও আফগানিস্তান।
বাছাই পর্বের শেষ ম্যাচে বাঁচা-মরার দিনে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে আফগানিস্তান। কোয়ালিফায়ারে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে তারা। এছাড়া কোয়ালিফায়ারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে উইন্ডিজ।
এবারের আসরে অংশগ্রহণকারী দলগুলো হলো:
১। বাংলাদেশ
২। ভারত
৩। পাকিস্তান
৪। দক্ষিণ আফ্রিকা
৫। ইংল্যান্ড
৬।নিউজিল্যান্ড
৭। শ্রীলঙ্কা
৮।অস্ট্রেলিয়া
৯। উইন্ডিজ
১০। আফগানিস্তান।
নিম্নে ১০ টি দলের ছবিসহ স্কোয়াড আমাদের প্রতিদিন‘র পাঠকদের জন্য তুলে ধরা হলো।
বাংলাদেশ : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহী, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত।
ভারত: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, বিজয় শংকর, মহেন্দ্র সিং ধোনি (উইকেট কিপার), কেদার যাদব, দীনেশ কার্তিক, যুযবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ভুবেনশ্বর কুমার, জাসপ্রীত বুমরাহ, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা ও মোহাম্মদ সামি।
পাকিস্তান: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আবিদ আলী, বাবর আযম, ফাহিম আশরাফ, ফখর জামান, হ্যারিস সোহেল, হাসান আলী, ইমাদ ওয়াসিম, ইমাম-উল হক, জুনায়েদ খান, মোহামম্দ হাফিজ, মোহাম্মদ হাসান, সাদাব খান, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।
দক্ষিণ আফ্রিকা: ফাফ ডু প্লেসি (অধিনায়ক), জেপি ডুমিনি, ডেভিড মিলার, ডেল স্টেইন, আন্ডিলে ফেলুকওয়ায়ো, অ্যানরিখ নর্টজে, ইমরান তাহির, কাগিসো রাবাদা, ডোয়াইন প্রিটোরিয়াস, কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), লুঙ্গি এনগিদি, এইডেন মার্করাম, রাসেল ফন ডার ডুসেন, হাশিম আমলা ও তাবরিজ শামসি।
ইংল্যান্ড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলি, জনি বেয়ারস্টো, জস বাটলার, টম কারান, জো ডেনলি, অ্যালেক্স হেইলস, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ, জো রুট, জ্যাসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। (বিশ্বকাপের দলে জায়গা না হলেও পাকিস্তান এবং আয়ারল্যান্ড সিরিজের স্কোয়াডে জায়গা হয়েছে অলরাউন্ডার জফরা আর্চারের)।
নিউজিল্যান্ড : কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন মুনরো, টম ব্লান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, জিমি নিশাম, ইশ সোধি, ম্যাট হেনরি, লুকি ফার্গুসন, টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।
শ্রীলঙ্কা: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, থিসারা পেরেরা, কুসল পেরেরা, ধনাঞ্জয়া ডি সিলভা, কুসল মেন্ডিস, ইসুরু উদানা, মিলিন্দা সিরিবর্দানা, আভিশকা ফার্নান্দো, জিবন মেন্ডিস, লাহিরু থিরিমান্নে, জেফ্রি ভ্যান্ডারসে, নুয়ান প্রদিপ, সুরাঙ্গা লাকমল। (স্ট্যান্ড বাই: অ্যাঞ্জেলো পেরেরা, কাসুন রাজিথা, ভানিদু হাসারাঙ্গা, ওশাদা ফার্নান্দো)।
অস্ট্রেলিয়া: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, উসমান খাজা, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, অ্যালেক্স ক্যারি (উইকেট কিপার), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ঝাই রিচার্ডসন, ন্যাথান কুল্টার নাইল, জেসন বেহরেনডর্ফ, অ্যাডাম জাম্পা, ন্যাথান লায়ন।
উইন্ডিজ: জ্যাসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, আসলি নার্স, কার্লোস ব্রাথওয়েট, ক্রিস গেইল, ড্যারেন ব্রাভো, ফাবরিয়ান অ্যালেন, ইভেন লুইজ, নিকোলাস পুরান, কিমার রোচ, ওশেন থমাস, শাই হোপ, শেরমান কটট্রেল, শিমরন হেটমায়ার, শেনোন গাব্রাইল।
আফগানিস্তান: গুলবেদিন নাইব (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), নুর আলি জাদরান, হযরতউল্লাহ জাজাই, রহমত শাহ, আজগর আফগান, হাশমতউল্লাহ শহিদি, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ শিনওয়ারি, মোহাম্মদ নবি, রাশিদ খান, দাওলাত জাদরান, আফতাব আলম, হামিদ হাসান ও মুজিব উর রহমান। (স্ট্যান্ডবাইঃ ইকরাম আলিখিল, করিম জান্নাত, সায়িদ শিরজাদ)