১০৭ প্রতিষ্ঠানের ফলাফল ‘শূন্য’
প্রকাশিত হয়েছে : ৮:৫৯:২৭,অপরাহ্ন ০৬ মে ২০১৯ | সংবাদটি ৫৮৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ১০৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউ পাস করেনি। গত বছর এ সংখ্যা ছিল ১০৯টি। ফলে গত বছরের তুলনায় কমেছে দুটি প্রতিষ্ঠান।
সোমবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ঢাকায় ১৪৬, রাজশাহীতে ৪৩১, কুমিল্লায় ১৩২, যশোরে ২৭৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ৫০, সিলেটে ২২, দিনাজপুরে ১৩৮, মাদরাসা শিক্ষা বোর্ডে ১ হাজার ২৬৩ ও কারিগরি শিক্ষা বোর্ডে ৯৬ প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে।
শূন্য শতাংশ পাসের হার রাজশাহীতে ১, যশোরে ১, বরিশালে ২, দিনাজপুরে ১ এবং কারিগরি শিক্ষাবোর্ডে ৪৩টি ও মাদরাসা বোর্ডের ৫৯টি প্রতিষ্ঠানে।
শতভাগ ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- জানতে চাইলে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘এসব শিক্ষাপ্রতিষ্ঠানে কেন সবাই ফেল করেছে এবং এখানে কী ব্যর্থতা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবো।’
তিনি আরও বলেন, ‘কাউকে শাস্তি দেয়া আমাদের উদ্দেশ্য নয়, কী করে তারা ভালো করতে পারে সেদিকে নজর দিচ্ছি।’তবে যারা বারবার ব্যর্থ হচ্ছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয় বলে জানান তিনি।এবার ৩ হাজার ৪৮২টি কেন্দ্রের মাধ্যমে ২৮ হাজার ৬৭৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষা দেয়।
গত কয়েক বছরের মতো এবারও আট বোর্ডের মধ্যে শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা রাজশাহী বোর্ডে সর্বোচ্চ। এ বোর্ডের শতভাগ পাস প্রতিষ্ঠানের সংখ্যা ৪৩১টি। এর পরের অবস্থানে রয়েছে যশোর বোর্ডে। এ বোর্ডের ২৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই পাস করেছে।