চিত্র নায়িকা পরীমনি এবার বাস্তবে ‘শাশুড়ির বউমা’!
প্রকাশিত হয়েছে : ১:০৮:০৮,অপরাহ্ন ২২ এপ্রিল ২০১৯ | সংবাদটি ২৬৮১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিনেমায় অনেকের বউমা হয়েছেন, কিন্তু এবার বাস্তবেই বউমা হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। সাংবাদিক তামিম হাসানের সঙ্গে পরীমনির প্রেমের গুঞ্জন অনেক দিন ধরে শোনা যাচ্ছিল। সম্পর্কের ব্যাপারে দুজনে অবশ্য কখনোই কোনো রাখঢাক করেননি। এবার সেই সম্পর্কের স্থায়ী রূপ পেতে যাচ্ছে। কোনো এক ভালোবাসা দিবসে তাঁরা বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেবেন।
তার আগে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তাঁরা দুজন বাগদান সেরে নিয়েছেন। এমনটাই নিশ্চিত করেছেন পরীমনির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।
হবু বর সাংবাদিক তামিম হাসানের সাথে পরীমনি
পরী নিজের সোশ্যাল ওয়ালে কখনো বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করেন আবার কখনো বা নিজের তোলা ছবিও পোস্ট করেন। এবারো এর ব্যাতিক্রম হলো না।
১৯ এপ্রিল নতুন কয়েকটি ছবি পোস্ট করে আবারও ভক্তদের মন জয় করলেন পরীমনি। তবে এবারের ছবিতে পরী নিজেকে ভিন্ন পরিচয়ে পরিচিত করেছেন। কেননা ক্যাপশনে তিনি লিখেন ‘শাশুড়ির বউমা’।
জানা যায়, পরীমনি তার শ্বশুর বাড়ির বড় বউ। শুধু তাই নয় শাশুড়ির সঙ্গেও রয়েছে তার ভাল সম্পর্ক। নিজেকে এতদিন প্রেমিকা বা বউ হিসেবে পরিচয় করিয়ে দিলেও পরীমনি যে শাশুড়ির লক্ষ্মী একটি বউ সেটা নতুন পরিচয় দেয়া দেখেই বুঝা যায়।