ডালাস ফোবানায় জমজমাট আসর বসছে প্রবাসীদের
প্রকাশিত হয়েছে : ১২:৪৪:০৮,অপরাহ্ন ৩০ আগস্ট ২০২৩ | সংবাদটি ২৩২৮ বার পঠিত
জুয়েল সাদত
ফোবানা নিয়ে উত্তর আমেরিকার বাংলাদেশীদের কৌতুহল আকাশচুম্বী। কিছু সংখ্যক পরিচয়হীন ব্যাবসায়ীরা ফোবানার নাম ব্যবহার করে জাতে উঠতে চান, তাই এই সেপ্টেম্বর এর ফোবানা নামে কয়েকটি অনুষ্টান সাময়িক বিভ্রান্তিতে ফেলে অনেককে। তবে কোনটা আসল ফোবানা সবাই জানতে পারেন সহসাই। ডালাসে তৃতীয়বারের মত ফোবানার আসর বসছে আাগামী শুক্রবার ১ সেপ্টেম্বর থেকে ৩ রা সেপ্টেম্বর পর্যন্ত।
নানা শহরের সংগঠকরা ডালাসমুখী। ডালাস শিল্প সম্মৃদ্বির এক উর্বর জায়গা। বান্ট একটি অসম্ভব ভাল সংগঠন। ৭৩ টি সংগঠন রেজিষ্ট্রেশন করেছে বলে জানা গেছে।
বান্ট ফোবানাকে হোস্ট করছে। ডালাস ফোবানায় অংশগ্রহণ করতে অনেকেই যাচ্ছেন। ডালাস ফোবানাকে বিতর্কিত করতে একটি গোস্টী কাজ করছে। আটলান্টা, ওয়াশিংটন,শিকাগো, মায়ামী,ভার্জিনিয়া সহ মোট ১৩ টি স্টেট থেকে অনেকেই যাচ্ছেন। হোটেলের রুম সব বুকড হয়ে গেছে । চম্যকার করে তিন দিনের অনুস্টান সাজানো হয়েছে এবং তা সকলকে জানিয়ে দেয়া হয়েছে আগাম। সবাই অনুস্টান সুচি পেয়ে আনন্দিত। আগাম জানতে পেরেছেন কি কি দেখবেন।
উত্তর আমেরিকার প্রবাসীদের বহুল প্রতিক্ষিত ফোবানার আসর বসতে যাচ্ছে ডালাসে আগামী সেপ্টেম্বরের ১ তারিখ।
সকল প্রস্তুুতি শেষ। অনেক শিল্পী ডালাসে চলে এসেছেন। বিশিষ্ট লেখক ফরহাদ হোসেনের সহযোগীতায় চম্যকার সুভেনির ছাপানো হয়েছে ।
ডালাস সকলের পছন্দের ভেন্যু, তৃতীয়বারের মত ডালাস হোস্ট করছে ৩৭ তম ফোবানা। বাংলাদেশ এসোসিয়েশন অব নর্থ টেক্সাস ( বান্ট) আয়োজন করতে যাচ্ছে ফোবানা।
এবার অতিথি হিসাবে থাকবেন বেশ কয়েকজন আলোকিত বিশিষ্টিজন। কোন রাজনীতিবিদ থাকবেন না বলে জানিয়েছেন কনভেনর হাসমত মোবিন। কনভেনর জানান, ডালাস, অস্টিন ও হিউষ্টন ও প্লানোর প্রবাসীরা সবাই ডালাস ফোবানায় জড়িত। ২/১ জন বিতর্কিত সংগটকদের ডালাস ফোবানার বাহিরে রাখা হয়েছে, এবং তাদের বান্ট থেকেও বাহির করে দেয়া হয়েছে।
সামগ্রিক বিচারে ডালাস ফোবানা ইতিহাস রচনা করবে। রেজিস্ট্রেশন কমিটির দায়িত্বে থাকা রানা ওয়াদুদ জানান, এবার আমাদের প্রত্যাশার চেয়েও বেশী সংগঠন রেজিস্ট্রেশন করেছেন। কালচারাল কমিটির চেয়ারম্যান শেখ লেমন জানান, ডালাস ফোবানার শিল্পীদের তালিকা চুরান্ত হয়েছে।
শিল্পীদের মধ্য থাকছেন মিতালী মুখার্জী, কনক চাপা, ইমরান, কনা শাফিন আহমেদ, রিজিয়া পারভীন, শাহনাজ বেলী, মোজো, নির্ঝর, রোমেল আহমদ ও মোমো।
ট্যালেন্ট হান্ট, বইমেলো, সেমিনার, কাব্যজলসা,বিজনেস লাঞ্চ, স্কলারশীপ, বইয়ের প্রকাশনা সহ মোট ৩০ টি নানা বিষয় সংযোজন করা হয়েছে এবারের ৩৭ তম ফোবানায়।