এখন থেকে ‘ইভিএম’ দিয়ে হবে ভোটগ্রহণ
প্রকাশিত হয়েছে : ৮:৫৪:৩৫,অপরাহ্ন ১০ এপ্রিল ২০১৯ | সংবাদটি ৩২৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌর নির্বাচনে এবং আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিশনের বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান কমিশনের বৈঠকে আলোচ্য বিষয় ছিল সব ধরনের নির্বাচনে ইভিএম ব্যবহার করা।
ইসি সচিব বলেন, ‘এখন থেকে সব সিটি করপোরেশন ও পৌর নির্বাচন ইভিএমের মাধ্যমে করা হবে। ইউনিয়ন পরিষদ ও উপজেলার ক্ষেত্রে যেখানে বিদ্যুৎ ও যোগাযোগব্যবস্থা ভালো পাওয়া যাবে, সেখানে ইভিএম ব্যবহার করা হবে। আর আগামী সংসদ নির্বাচনে শতভাগ না হলেও অন্তত ফিফটি পারসেন্ট আসনে ইভিএম ব্যবহার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সচিব বলেন, ‘আমরা দেড় লাখ ইভিএম সংগ্রহ করেছি। এগুলো তো সংগ্রহ করে রাখার জন্য নয়। সরকার বলেছে, সব জায়গায় প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। সুতরাং নির্বাচন কমিশনেও এটা ব্যবহার করা হোক। এতগুলো ইভিএম আছে, কেন আমরা তা ব্যবহার করব না।’
বাংলাদেশ সেনাবাহিনীর বিএমটিএফ (মেশিন টুলস ফ্যাক্টরি) ইতিমধ্যে ইভিএম মেশিনগুলো ইসিকে সরবরাহ করেছে বলে জানান সচিব।
নির্বাচনে ট্যাবের ব্যবহার বিষয়ে ইসি সচিব বলেন, উপজেলা পরিষদের তৃতীয় ধাপে চারটি উপজেলায় ট্যাব ব্যবহার করা হয়েছে। সেখানে দুটি উপজেলার ফল দ্রুত পাওয়া গেছে। দুটি উপজেলায় সমস্যা হয়েছে। ট্যাবের সফটওয়্যার আরও উন্নত করার প্রয়োজন আছে।