ছাত্রীর সাথে প্রেমের জন্যই খুন হন শিক্ষক সাইফুর
প্রকাশিত হয়েছে : ২:১৭:২৯,অপরাহ্ন ০১ এপ্রিল ২০১৯ | সংবাদটি ১৩৪১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নিজ কলেজ ও বিভাগের ছাত্রীর সাথে প্রেমের জেরেই খুন হন মদন মোহন কলেজের প্রভাষক সাইফুর রহমান।
খুনের পর গ্রেফতারকৃত মোজাম্মিল ও রূপার প্রাথমিক স্বীকারোক্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল।
জানা যায়- শিক্ষক সাইফুর রহমানের সাথে দীর্ঘ ৫ বছর ধরে প্রেম চলছে রুপা বেগমের। সাইফুর রহমান রূপার বাসায় লজিং মাস্টার ছিলেন। এই সুবাদে রুপার সাথে প্রেম হয় সাইফুরের। রূপাও ইতিহাস বিভাগের ছাত্রী। এভাবে তাদের মধ্যে গভীর সম্পর্ক গড়ে উঠে। মাঝখানে আটককৃত মুজাম্মিল এসে রূপার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চায়। এতে বাঁধা দেন শিক্ষক সাইফুর। আর এ কারণেই খুন হন তিনি। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে ওই শিক্ষককে খুন করা হয়েছে, প্রাথমিকভাবে এমনটি নিশ্চিত করেছেন তিনি।
শিক্ষক সাইফুর হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১ এপ্রিল) নিহতের মা রনিফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলাটি দায়ের করেন।
হত্যাকাণ্ডের পর পৃথক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ। নগরের টিলাগড় থেকে মোজাম্মিল হক ও রুপাকে সুরমা গেইট বড়টিলা এলাকার নিজ বাসা থেকে আটক করা হয়।
রবিবার (৩১ মার্চ) সিলেটের দক্ষিণ সুরমা তেলিরাই এলাকা থেকে সাইফুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সাইফুর গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে। তিনি নগরের টিলাগড় জমিদার বাড়ির একটি মেসে থাকতেন। পেশায় শিক্ষক সাইফুর শহরের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক ছিলেন। পাশাপাশি গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন।