logo
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
  • প্রবাসে প্রতিদিন
  • রাজনীতি
  • কলাম
  • সারা দেশ
  • সাহিত্য
  • খেলাধুলা
  • বিনোদন
  • আরও
    • শিক্ষাঙ্গন
    • English Section
    • আইন-আদালত
    • অর্থ ও বাণিজ্য
    • সাক্ষাৎকার
    • সম্পাদকীয়
    • Board of Managements
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • প্রবাসে প্রতিদিন
  • সিলেট
  • সারা দেশ
  • কলাম
  • English Section
  • অর্থ ও বাণিজ্য
  • আইন-আদালত
  • সাহিত্য
  • সম্পাদকীয়
  • শিক্ষাঙ্গন
  • সাক্ষাৎকার
  • খেলাধুলা
  • বিনোদন
  • Board of Managements
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. কার্ডিফে আরেকটি ঐতিহাসিক জয়

কার্ডিফে আরেকটি ঐতিহাসিক জয়


প্রকাশিত হয়েছে : ৮:১০:০১,অপরাহ্ন ০৯ জুন ২০১৭ | সংবাদটি ৩১৩৪ বার পঠিত

বল বাউন্ডারিতে ছুটতেই মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুঁড়লেন মোসাদ্দেক। ড্রেসিং রুমের দিকে তাকিয়ে মাহমুদউল্লাহর হুঙ্কার। ব্যালকনিতে তখন আর সবার সঙ্গে মাশরাফি বিন মুর্তজার বাঁধনহারা উল্লাস। ১২ বছর আগের সেই দিনটি কি মনে পড়ছিল বাংলাদেশ অধিনায়কের!

২০০৫ সালে যে মাঠে রচিত হয়েছিল অস্ট্রেলিয়া-বধ কাব্য, সেই কার্ডিফেই বাংলাদেশ রচনা করল আরেকটি মহাকাব্য। এবার প্রতিপক্ষ তাসমান সাগরের অপর প্রান্তের দেশ নিউ জিল্যান্ড। পরাজয়ের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে অসাধারণ এক জয় ছিনিয়ে আনল বাংলাদেশ।

ধ্বংসস্তুপ থেকে ঘুরে দাঁড়ানোর কত নজিরই তো দেখেছে ক্রিকেট। কিন্তু এমনটি দেখেছে কবার! ২৬৬ রানের লক্ষ্য খুব কঠিন ছিল না। কিন্তু ৩৩ রানে ৪ উইকেট হারানো দলের জন্য সেটি তো অসম্ভবের কাছাকাছি!

সেই অসম্ভবও সম্ভব হলো সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর অভাবনীয় ব্যাটিংয়ে। ৫ উইকেটের জয়ে টিকে রইল সেমি-ফাইনাল স্বপ্ন।

সেঞ্চুরি করেছেন দুজনই। গড়েছেন ২২৪ রানের রেকর্ড জুটি। ওয়ানডে দেশের প্রথম দুইশ রানের জুটি। চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে দ্বিতীয় সেরা জুটি।

দারুণ বোলিং আর মাশরাফির দুর্দান্ত অধিনায়কত্বে নিউ জিল্যান্ডকে ২৬৫ রানে আটকে রেখেছিল বাংলাদেশ। বাতাসে তখন জয়ের গন্ধ। কিন্তু সেই গন্ধ মিলিয়ে যেতে সময় লাগেনি।

টিম সাউদি ও ট্রেন্ট বোল্টের সুইং বোলিংয়ের অসাধারণ প্রদর্শনীতে এলোমেলো বাংলাদেশের ব্যাটিং। আগের দুই ম্যাচের নায়ক তামিম ইকবাল নেই দ্বিতীয় বলেই। কয়েক মিনিটের মধ্যে নেই সাব্বির ও সৌম্যও।

সেই ধাক্কা সামাল দেওয়ার আগেই বিদায় নিলেন বড় ভরসা মুশফিকুর রহিম। ৩৩ রানে নেই ৪ উইকেট। জয়ের আশার দুলুনি নয়, বরং পরাজয়ের ব্যবধান নিয়ে শঙ্কিত তখন অনেকেই।

ঘুরে দাঁড়ানোর গল্প শুরু সেখান থেকেই। প্রতি আক্রমণের শুরু মাহমুদউল্লাহর হাত ধরে। পাল্টা আক্রমণে ফিরিয়ে আনেন মনোবল। বড় কিছুর জন্য মরিয়া সাকিব এগিয়েছেন সময় নিয়ে।

আস্তে আস্তে আলগা হতে থাকে গলার ফাঁস। একেকটি শটে আবার ফিরিয়ে আনতে থাকে আশার আলো। ক্রমে কেন উইলিয়ামসনের কপালে চিন্তার ভাঁজ, নখ কামড়ানো। বাংলাদেশের ফাঁস একসময় উল্টো গিয়ে চাপে কিউইদের গলায়। সেটি থেকে আর নিস্তার মেলেনি তাদের।

অসাধারণ দয়িত্বশীল ইনিংসে সাকিবের সেঞ্চুরি ১১১ বলে। সেই ২০১৪ সালের নভেম্বরের পর তার প্রথম সেঞ্চুরি। বিশ্বকাপে জোড়া সেঞ্চুরির পর প্রথম সেঞ্চুরি করলেন মাহমুদউল্লাহ। খামতি বলতে সাকিব পারলেন না দলের জয় সঙ্গে নিয়ে ফিরতে। যেটি করলেন মাহমুদউল্লাহ। তবে তাতে কী আসে যায়! এদিন কোনো আক্ষেপের দিন নয়।

আক্ষেপ খুব একটা ছিল না প্রথম ভাগেও। বোলিং ভালো হচ্ছিলো শুরু থেকেই। শেষ দিকে সেটি হলো দুর্দান্ত। ফিল্ডিংও হলো দারুণ। দেখা গেল মাশরাফির অসাধারণ নেতৃত্ব, বল হাতে মোসাদ্দেক-বিস্ময়।

চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল বাংলাদেশ। চতুর্থ পেসার হিসেবে দলে আসা তাসকিনই চারজনের সফলতম। তবে মাশরাফি ও রুবেলও ছিলেন দারুণ। বিবর্ণ শুরুর পর শেষটা ভালো করেছেন মুস্তাফিজ। তবে ৩ ওভার বোলিংয়ে ৩ উইকেট নিয়ে ইনিংসের মোড় ঘুরিয়ে দেওয়ার নায়ক মোসাদ্দেক।

বাংলাদেশের শুরুটা ছিল দুই পাশে দুরকম। এক পাশে দারুণ বোলিংয়ে মাশরাফি ২ ওভারে দিলেন ১ রান। আরেক পাশে আলগা বোলিংয়ে মুস্তাফিজ ২ ওভারে ১৯!

চাপটা হালকা হওয়ায় পরে মাশরাফিকেও চার-ছক্কায় ওড়ালেন গাপটিল। উদ্বোধনী জুটিতে ৭ ওভারে রান ৪৬।

ব্রেক থ্রু এনে দিলেন দলে ফেরা তাসকিন। বাড়তি গতির বলে ক্যাচ দিয়ে ফিরলেন লুক রনকি।

থিতু হওয়া গাপটিল বরাবরই যে কোনো প্রতিপক্ষের জন্য বিপজ্জনক। কিন্তু এদিন গাপটিলকেই বিপদে ফেললেন রুবেল। স্কিড করে অ্যাঙ্গেলে ভেতরে ঢোকা বলে গতিতে পরাস্ত। এলবিডব্লিউ হয়ে গাপটিল থামলেন ৩৩ রানে।

সবচেয়ে বড় ভয় ছিল যে দুজনকে নিয়ে, চেপে বসলেন তারাই। দুর্দান্ত ফর্মে থাকা কেন উইলিয়ামসন আর অভিজ্ঞ রস টেইলর মিলে গড়ে তোলেন দারুণ জুটি।

বোলিংটা এ সময় খারাপ হয়নি। রুবেল-সাকিব যথেষ্টই ভালো করেছেন। কিন্তু উইলিয়ামসন ও টেইলরের ব্যাটিং ছিল আরও ভালো। এক-দুই নিয়েছেন প্রায় বলে বলে, সুযোগ পেলে বল পাঠিয়েছেন বাউন্ডারিতে।

টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচে পঞ্চাশ পেরিয়ে গেছেন উইলিয়ামসন। জুটি এগোচ্ছিল সেঞ্চুরির পথে। বাংলাদেশের লড়াই চালিয়ে যাওয়ার পুরস্কার হিসেবেই হয়ত উপহার এলো উইকেট!

রান আউট হতে পারতেন টেলর। কাছ থেকেও সরাসরি স্টাম্পে লাগাতে পারলেন না মোসাদ্দেক। ওই ওভারেই ধরা দিল উইকেট। টানা ডট বলে দুই ব্যাটসম্যানকে একটু চাপে ফেলে দিয়েছিলেন। সেটি থেকেই হয়ত দ্রুত রান চুরির চেষ্টায় ভুল বোঝাবুঝি। এবারও মোসাদ্দেকের থ্রো খুব ভালো ছিল না। তবে বোলিং প্রান্তে সাকিব ছিলেন তৎপর। ৫৭ রানে রান আউট উইলিয়ামসন।

দুজনের জুটি ছিল ৮৩ রানের। দুজন এক সঙ্গে জুটি বেঁধে আগের ৪ ইনিংসে তুলেছেন ১০৪, ৩৭, ৯৯, ৯৫। ৪৯ ইনিংসে শতরানের জুটি আছে ১১টি। এই ইনিংসেই দুজন হয়ে গেছেন নিউ জিল্যান্ডের ইতিহাসের দ্বিতীয় সফলতম জুটি।

জুটি একটি গড়ে উঠেছে এরপরও। উইকেটে যাওয়ার পরই মাশরাফির বলে দুবার আউট হতে পারতেন নিল ব্রুম। ব্যাটের কোনায় লেগে দুবার অল্পের জন্য কাভার ফিল্ডারের কাছে যায়নি বল।

তাসকিনের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ভেঙেছে এই জুটি। গতি কাজে লাগিয়ে স্কুপ করতে চেয়েছিলেন টেলর। তাসকিন বুঝতে পেরে শেষ মুহূর্তে করলেন স্লোয়ার। ৬৩ রানে বিদায় টেলর।

বাংলাদেশের সেরা সময়টারও শুরু তখন। দুইশ ছাড়িয়ে নিউ জিল্যান্ডের চোখ তখন তিনশর দিকে। অপেক্ষায় জিমি নিশাম, কোরি অ্যান্ডারসনের মতো ঝড়ো ব্যাটসম্যানরা। কিন্তু মোসাদ্দেকের স্পিন তুলতেই দিল না ঝড়।

৪১ ওভারের পর মোসাদ্দেককে এনে চমকে দিলেন মাশরাফি। কে জানত, আরও বড় চমক দেবেন মোসাদ্দেক। থিতু হওয়া নিল ব্রুম আর কোরি অ্যান্ডারসনকে ফেরালেন এক ওভারেই। পরের ওভারে দারুণ বোলিংয়ে ফেরালেন শেষ বাধা নিশামকে।

শেষ দিকেও বোলিংটা হয়েছে দারুণ। ৬ উইকেট হাতে নিয়ে শেষ ১০ ওভার শুরু করেও নিউ জিল্যান্ড তুলতে পেরেছে মাত্র ৬২।

তখন থেকেই উড়েছে যে স্বপ্নের রেণু, হারিয়ে ফেললেও তা আবার গায়ে মাখল বাংলাদেশ। কার্ডিফ মানেই বাংলাদেশের জয়। কার্ডিফ মানেই অসাধারণ কিছু। কার্ডিফ মানেই ইতিহাস!

সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড: ৫০ ওভারে ২৬৫/৮(গাপটিল ৩৩, রনকি ১৬, উইলিয়ামসন ৫৭, টেলর ৬৩, ব্রুম ৩৬, নিশাম ২৩, অ্যান্ডারসন ০, স্যান্টনার ১৪*, মিল্ন ৭, সাউদি ১০*; মাশরাফি ০/৪৫, মুস্তাফিজ ১/৫২, তাসকিন ২/৪৩, রুবেল ১/৬০, সাকিব ০/৫২, মোসাদ্দেক ৩/১৩)।

বাংলাদেশ: ৪৭.২ ওভারে ২৬৮/৫ (তামিম ০, সৌম্য ৩, সাব্বির ৮, মুশফিক ১৪, সাকিব ১১৪, মাহমুদউল্লাহ ১০২*, মোসাদ্দেক ৭*; সাউদি ৩/৪৫, বোল্ট ১/৪৮, মিল্ন ১/৫৮, নিশাম ০/৩০, স্যান্টনার ০/৪৭, অ্যান্ডারসন ০/১৯, উইলিয়ামসন ০/১৯)।

খেলাধুলা এর আরও খবর
টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

টি-টোয়েন্টিতে ‘১৬’ দলের বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

চ্যাম্পিয়নের সুবাস পাচ্ছে বাংলাদেশ

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

রিয়াল মা‌দ্রিদের ঘ‌রে উঠ‌লো লা লিগার শিরোপা

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

মাশরা‌ফি সুস্থ‌্য হ‌লেও স্ত্রী এখনও ক‌রোনা আক্রান্ত

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

চার মাস স্থগিতের পর মা‌ঠে গড়া‌চ্ছে আন্তর্জাতিক ক্রিকেট

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

এবার মাশরা‌ফির স্ত্রীও ক‌রোনা আক্রান্ত!

সর্বশেষ সংবাদ
৫ ম ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট এ “আমার স্বপ্নের পৃথিবী”
৫ ম ওয়ার্ড ফেয়ার এন্ড ফেস্ট এ “আমার স্বপ্নের পৃথিবী”
৩৯ তম আটলান্টা ফোবানার নিউইয়র্কে জনসংযোগ সম্পন্ন
৩৯ তম আটলান্টা ফোবানার নিউইয়র্কে জনসংযোগ সম্পন্ন
ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির বৈশাখ উদযাপন
ওরলান্ডোতে বাংলাদেশ সোসাইটির বৈশাখ উদযাপন
নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার  জনসংযোগ ৯-১১ মে
নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার জনসংযোগ ৯-১১ মে
২৪ ও ২৫ মে টেম্পায় ৫ ম  ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট
২৪ ও ২৫ মে টেম্পায় ৫ ম ওয়ার্ল্ড ফেয়ার ফেস্ট
মে দিবসের অনুগল্প
মে দিবসের অনুগল্প
সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা
সিরাজগঞ্জে আ.লীগের সুবিধা নেওয়া ‘হাসান’ এখন বিএনপির বড় নেতা
ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
ভার্জিনিয়ার সংগঠন গুলোর সাথে আটলান্টা ফোবানার হোস্ট কমিটির মতবিনিময়
ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন 
ভার্জিনিয়ায় আটলান্টা ফোবানার মিট এন্ট গ্রীট সম্পন্ন 
২৬ এপ্রিল ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ায়
২৬ এপ্রিল ৩৯ তম ফোবানার মিট এন্ড গ্রীট ভার্জিনিয়ায়
প্রবাসী শ্রমিকদের বেতনের কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক
প্রবাসী শ্রমিকদের বেতনের কোটি টাকা নিয়ে লাপাত্তা মঠবাড়িয়ার দুই প্রতারক
মুল ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই
মুল ফোবানা নিয়ে বিভ্রান্ত হবার সুযোগ নাই
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে-এর উদ্যোগে যাকাত ফান্ড বিতরণ অনুষ্ঠিত
উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জাসদের জরুরি আহ্বান
উগ্রবাদ দমনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জাসদের জরুরি আহ্বান
লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ
লন্ডন প্রবাসী সাহিদা খাতুনের সহযোগিতায় ধারাবহরে নির্মিত হচ্ছে একটি মসজিদ
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ সফলভাবে সম্পন্ন
ঢাকাদক্ষিণ উন্নয়ন সংস্থা ইউকে’র আয়োজনে এডুকেশনাল এওয়ার্ড সিরিমনি ২০২৫ সফলভাবে সম্পন্ন
একজন আদর্শ মায়ের গল্প :
একজন আদর্শ মায়ের গল্প :
একজন আদর্শ মায়ের গল্প :-
একজন আদর্শ মায়ের গল্প :-
৭ জানুয়ারী  ঢাকায় ৩৯ তম ফোবানার মীট এন্ড গ্রিট
৭ জানুয়ারী ঢাকায় ৩৯ তম ফোবানার মীট এন্ড গ্রিট
© 2010-2025 AmaderProtidin.com
All Rights Reserved
Editor. Anwar Shahjahan
News Editor (English Section). Tanvir Shahjahan
Email: amaderprotidinnews@gmail.com
AmaderProtidin.com, a Trading name of Sha Capital Ltd.
Company registration No 12214710
Go to top