নানার সাথে জমি নিয়ে বিরোধ, প্রাণ দিতে হলো শিশু নাতিনকে!
প্রকাশিত হয়েছে : ৪:২৫:৪১,অপরাহ্ন ০৫ জুলাই ২০২০ | সংবাদটি ৪৭১ বার পঠিত
কিশোরগঞ্জ থেকে সংবাদদাতা:: কিশোরগঞ্জের হোসেনপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে আনিকা নামে এক শিশুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে মিথি নামে আরেক শিশু।
রবিবার (৫ জুলাই) সকালে উপজেলার শাহেদল ইউনিয়নের গলাচিপা গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। এ ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ।
জানা যায়, সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে খেলা করছিল নানা বাড়িতে বেড়াতে আসা ৬ বছরের শিশু আনিকা। কিন্তু কে জানতো, কিছুক্ষণ পরই বড়দের নৃশংসতার শিকার হয়ে লাশ হতে হবে তাকে! ফুলের মতো নিষ্পাপ প্রিয় সন্তানকে হারিয়ে বুকফাটা আর্তনাদ করছেন আনিকার বাবা-মাসহ স্বজনরা।
নিহত আনিকা স্থানীয় একটি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের প্লে গ্রুপের ছাত্রী ছিলেন।
পুলিশ জানায়, হোসেনপুর উপজেলার শাহেদল গলাচিপা গ্রামের আবু সাইদের ছেলে সিরাজ মিয়ার সাথে একই গ্রামের ওসমান মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল।
রবিবার সকাল ১০টার দিকে বিষয়টি নিষ্পত্তির জন্য গলাচিপা বাজারে সামাজিক শালিস বাসার কথা ছিল।
নানাবাড়িতে বেড়াতে আসা পার্শ্ববর্তী বীরপাইকশা গ্রামের আলমগীর হোসেনের মেয়ে নূরিয়া নাজাত আনিকা নানা ওসমানের বাড়ির সামনে খেলা করছিল। পাশের বাড়ির এক শিশুর সাথে আনিকার কথা কাটাকাটি হয়। এ সময় সিরাজ মিয়া একটি ধারালো দা নিয়ে শিশু আনিকা ও ওসমানের ৮ বছরের শিশু মিথিকে কুপিয়ে গুরুতর আহত করে।
আশংকাজনক অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে আনিকাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত মিথিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে হোসেনপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোনাহর আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান। জমির বিরোধ নিয়ে শিশুটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে জানালেন হোসেনপুর থানার ওসি শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।