তথ্য পাঠাতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে মন্ত্রণালয়ে ফের চিঠি!
প্রকাশিত হয়েছে : ৯:৪৯:১৫,অপরাহ্ন ২২ জুন ২০২০ | সংবাদটি ৬২৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সুনির্দিষ্ট কিছু বিষয়ে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছিল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কিন্তু সময়মতো তথ্য পাওয়া যায়নি। তাই প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতির বিষয়ে পরবর্তী কার্যক্রম চালানো যাচ্ছে না। এজন্য জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়েছে।
সোমবার (২২ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত চিঠি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, সংসদ টিভিতে পাঠদান কার্যক্রম পরিচালনার জন্য ২০ জুনের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের তথ্য পাঠাতে বলা হয়েছিল। কিন্তু
আজও তথ্য পাওয়া যায়নি। তথ্য না পাওয়ায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অন্যান্য শ্রেণির সিলেবাস এবং মূল্যায়ন পদ্ধতির বিষয়ে পরবর্তী কার্যক্রম নেয়া যাচ্ছে না।
তাই জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর ব্যবস্থা করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলা হয়েছে।
প্রসঙ্গত, ডিজিটাল পদ্ধতিতে পাঠদানকে আরো কার্যকর করতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের তথ্য চেয়েছিল মন্ত্রণালয়। গত ২০ জুনের মধ্যে এসব তথ্য
জমা দেওয়ার কথা ছিল। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে এসব তথ্য সরবরাহের জন্য বলা হয়।