বিশ্বনাথের ৫ মাদরাসা গ্রহণ করলো প্রধানমন্ত্রীর অনুদান
প্রকাশিত হয়েছে : ৬:৩৬:৫৭,অপরাহ্ন ০৩ মে ২০২০ | সংবাদটি ৮০৩ বার পঠিত
বিশ্বনাথ থেকে সংবাদদাতা:: করোনায় লকডাউনে ঘরবিন্দ ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে এতিম ও অসহায় শিক্ষার্থীদের প্রধানমন্ত্রীর দেয়া অনুদান গ্রহণ করলো সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ টি কওমি মাদরাসা।
রবিবার (৩ মে) দুপুরে উপজেলার ৫ টি মাদরাসার জন্য বরাদ্দকৃত ৫৫ টাকার চেক আনুষ্ঠানিকভাবে স্ব স্ব মাদরাসার প্রতিনিধিদের হাতে তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুজ্জামান।
অনুদানগ্রহণকারী মাদ্রাসাগুলো হল- উপজেলা সদরের জামেয়া ইসলামিয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসা ও এমিতখানা, জামেয়া মুহাম্মদীয় আরাবিয়া মাদ্রাসা ও এতিমখান, রামপাশা ইউনিয়নের দারুল হিকমাহ মাদ্রাসা ও এতিমখানা, জামেয়া ইসলামীয়া লুৎফাবাদ (পাঠাখইন) মাদ্রাসা ও এতিমখানা, অলংকারী ইউনিয়নের আল-মদিনা মাদ্রাসা ও এমিতখানা।
চেক হন্তান্তরকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব আলম শাওন ভুইয়া, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সংশ্লিষ্ট মাদ্রাসা প্রধানদের মধ্যে মাওলানা শিব্বির আহমদ, মাওলানা নূরুল হক, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা আবদুর রহিম।
সহায়তা প্রাপ্তি প্রসঙ্গে জামেয়া ইসলামীয়া দারুল উলুম মাদানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা শিব্বির আহমদ বলেন, করোনার সংকটময় মুহুর্তে প্রান্তিক পর্যায়ে প্রধানমন্ত্রী কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য গ্রহন করা মানবিক উদ্যোগ প্রশংসনীয়। এজন্যে প্রধানমন্ত্রীর প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা।