“আসুন, পার্বত্য চট্রগ্রামের অসহায়দের পাশে দাঁড়াই”
প্রকাশিত হয়েছে : ৬:৫৮:০৮,অপরাহ্ন ২৮ এপ্রিল ২০২০ | সংবাদটি ৪২৬ বার পঠিত
রাজস্থলী, (রাংগামাটি) থেকে সংবাদদাতা:: বিশ্ব জুড়ে নভেল করোনা ভাইরাসের মহামারী যে স্মরণকালে সবচেয়ে বড় বৈশ্বিক সংকট, তাতে সন্দেহের কোন অবকাশ নেই। এটি মানুষের যেমন জনস্বাস্থ্যগত সমস্যা, তেমনই দৈনন্দিন জীবনযাত্রায়ও সমস্যা। এই জীবনযাত্রায় যেমন ভোগান্তি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায় ঠিক তেমনি আমাদের পার্বত্য চট্টগ্রামও এর ব্যতিক্রম নয়।
সরকারের কার্যক্রমের পাশাপাশি করোনা মোকাবেলায় প্রতিরোধের জন্য গ্রাম কেন্দ্রীক,শহর কেন্দ্রীক ও জেলা কেন্দ্রীক জনগণের নিরাপত্তার জন্য প্রাথমিকভাবে লকডাউন করা হচ্ছে। যার ফলে জনগণের কিছুটা নিরাপদে আছে। ফলে দূর্বিপাকে পড়েছে গরীব, অসহায় ও দিনমজুররা। এই সময়ে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে খাদ্য সংকট। সরকারের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন ও সামাজিক সংগঠন বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। তিন পার্বত্য জেলায় খেতে খাওয়া মানুষের পরিমাণ বেশি। তাই করোনা ভাইরাসের মহামারীতে তাদের জীবন যাত্রায় বড় ধরণের প্রভাব পড়ছে। যারা কৃষিখাতে উৎপাদিত পণ্য বাজারজাত করে নিত্য প্রয়োজনীয় খাদ্য ক্রয় করে তাদের এই মুর্হুতে তা সম্ভব নয়। অনেকে অন্যের ক্ষেতে কাজ করে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে তাদের অবস্থা আগের চাইতে আরও বেশি শোচনীয়। যার ফলে তাদের খাদ্য সংকটে অনাহারে দিন কাটাতে হচ্ছে তাদের পরিবারকে। সরকারের পশাপাশি আমাদেরও সহযোগিতা হাত বাড়িয়ে দেওয়া উচিত।
পার্বত্য চট্টগ্রামের জাতির ক্রান্তিলগ্নে বিভিন্ন সমস্যার সমাধান ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে আসছে আমাদের প্রাণপ্রিয় সামাজিক সংগঠন ”বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল(বিএমএসসি)। সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারীর এই দুর্যোগে খাদ্য সংকট নিরসনে কাজ করতে চাচ্ছে বিএমএসসি।
আপনাদের (সাবেক সংগঠক ও শুভাকাঙ্ক্ষী) সহযোগিতায় আমাদের ”বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল” (বিএমএসসি’র) পথ চলা। আপনাদের সহযোগিতায় আমরা এই মহামারীতে পাহাড়ে খাদ্য সংকট দূর করতে পারি। তাই, সবাই এগিয়ে আসুন, আমরা অসহায়দের পাশে দাঁড়াই।
আর্থিক সহযোগিতা পাঠাতে পারবেন:
১। ট্রাস্ট ব্যাংক
হিসাব নামঃ পাইমং মারমা
হিসাব নং: ০০৫৩-০৩১০০০৮৬৪৬
ব্রাঞ্চ: এলিফ্যান্ট রোড ব্রাঞ্চ, ঢাকা।
২। রকেট
হিসাব নং: ০১৭০৩৬১০৪৭৯৬ (পার্সোনাল)
৩। বিকাশ
হিসাব নং:০১৮২২১১৭০৩৪ (পার্সোনাল)
হিসাব নং: ০১৮৮২৭৫৫৯১২ (পার্সোনাল)
যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন:
নিঅং মারমা, সভাপতি (০১৮২৮৮২০১৭৫)