যে কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল, যা জানালেন প্রতিমন্ত্রী
প্রকাশিত হয়েছে : ১:৩৫:৪৭,অপরাহ্ন ০৮ অক্টোবর ২০২২ | সংবাদটি ৮৭২ বার পঠিত
ঘোড়াশাল থেকেই জাতীয় গ্রিডে বিপর্যয়, ৬ ঘণ্টা বিদ্যুৎহীন ছিল দেশ জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের জানান প্রতিমন্ত্রী নসরুল।
প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, ঘোড়াশাল থেকেই এ বিপর্যয় ঘটেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের বিপর্যয় রোধে জাতীয় গ্রিডকে দুই বছরের মধ্যে স্মার্ট গ্রিডে পরিণত করার কাজ চলছে। এখন অটোমেশনে যেতে হবে।
জাতীয় গ্রিডে বিপর্যয় হলেও গ্রিড সিস্টেমে কোনো ড্যামেজ হয়নি বলেও জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এটি একটি অস্বাভাবিক ঘটনা। এ ধরনের কারিগরি ত্রুটি ঘটতেই পারে। ভবিষ্যতের জন্য এ ঘটনা সতর্কবাণী হিসেবে কাজ করবে।