করোনার মধ্যেও খুশির খবর নিয়ে এলেন ফয়সাল!
প্রকাশিত হয়েছে : ৯:০৮:২৮,অপরাহ্ন ২৪ এপ্রিল ২০২০ | সংবাদটি ২৬১ বার পঠিত
মাগুরা থেকে সংবাদদাতা:: বিশ্বের দুর্যোগময় মুহূর্তে খুশির খবর নিয়ে এলেন মাগুরার ফয়সাল। চতুর্থবারের মতো বিশ্ব রেকর্ডের মালিক হলেন তিনি। এবারের রেকর্ডটি হল-‘দি মোস্ট ফুটবল নেক থ্রো অ্যান্ড ক্যাসেস ইন ওয়ান মিনিটি’।
শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে মাহমুদুল হাসান ফয়সাল তার নতুন রেকর্ডের স্বীকৃতি পেয়েছেন। আর এর মাধ্যমে ওয়ার্ল্ড গিনেজ বুকে নানাবিধ জটিল কসরতপূর্ণ ফুটবল নৈপূণ্যের কারণে চারবার তিনি নিজের নামটি লেখানোর সুযোগ পেলেন।
এবারের রেকর্ডের মাধ্যমে ফয়সাল নিজ জেলার ফুটবল যাদুকর আবদুল হালিমকে ছাড়িয়ে গেলেন। তিনি একের পর এক বিশ্ব স্বীকৃতি পেলেও আরও অনেক রেকর্ডের হাতছানি তার মধ্যে। তিনি চান আরও অনেক দূরে যেতে। কিন্তু তার জন্য দরকার অনেক কসরত। চাই স্পন্সর।
১৭ বছর বয়সী মাহমুদুল হাসান ফয়সাল বলেন, পড়াশোনার পাশাপাশি এটি করছি। এর মাধ্যমে আমি বাংলাদেশকে যেমন বিশ্বের বুকে তুলে ধরার সুযোগ পাচ্ছি, তেমনি পরিচিত করতে পারছি নিজের গ্রামকেও। কিন্তু আমার কোনো প্রশিক্ষক নেই। তেমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা পাওয়া গেলে আরও অনেক দূর যেতে পারব।