গণমাধ্যম তদারকি: দুপুরে আদেশ জারি, রাতে বাতিল!
প্রকাশিত হয়েছে : ৬:০৮:০৮,অপরাহ্ন ২৬ মার্চ ২০২০ | সংবাদটি ৩৯৯ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবর তদারকি করতে আদেশ জারির কয়েক ঘণ্টা পর তা বাতিল করেছে সরকার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হল। ”
দেশের ৩০টি বেসরকারি টেলিভিশন ‘মনিটরিং’ করতে মন্ত্রণালয়ের ১৫ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়। আর রাতে তা বাতিল করা হয়।
তা বাতিলের আদেশে বলা হয়েছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভন্ন প্রচার মাধ্যমে কভিড-১৯ বিষয়ে কোনো গুজব বা ভুল তথ্য প্রচার করা হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং প্রচার মাধ্যমকে সহায়তা করার জন্য একটি সেল গঠন করা হয়।
উক্ত সেলে দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হল। ”