‘করোন আতঙ্কে দাম বৃদ্ধি, বিভ্রান্ত না হওয়ার আহবান’
প্রকাশিত হয়েছে : ১:০৫:৫৪,অপরাহ্ন ২১ মার্চ ২০২০ | সংবাদটি ৬১১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস ভয়ে আতঙ্কে সারা বিশ্ব। কীভাবে এ ভাইরাস থেকে নিজ দেশ ও দেশের জনগণকে বাঁচানো যায়, তা নিয়ে ব্যস্ত বিশ্বের সব দেশের রাষ্ট্রপ্রধান থেকে ব্যবসায়ীসহ সকলশ্রেণী পেশার মানুষ।
কিন্তু একমাত্র বাংলদেশই তার উল্টো। দেশে করোনা আতঙ্ক বিরাজ করার পর থেকে দেশের বাজারগুলোতে সব জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়েছে অসাধু ব্যবসায়ীরা। শুধু দেশে নয়, বিদেশের মাটিতেও যারা ব্যবসা করছেন অনেকেই দেশের অসাধু ব্যবসায়ীদের মতো সুযোগকে কাজে লাগিয়েছেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ার গুজবে ক্রেতারাও পাগল প্রায়। কে কার আগে কতটুকু কিনতে পারেন তা নিয়ে ঋতিমত শুরু হয়েছে প্রতিযোগিতা। এর প্রভাব সিলেটেও পড়েছে।
তবে সিলেটের পুলিশ সুপারসহ প্রশাসন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম স্বাভাবিক রাখতে বাজারে নজরদারি বাড়িয়েছেন। প্রতিদিন কোথাও না কোথাও অভিযান করে জরিমানা করছেন এসব অসাধু ব্যবসায়ীদের।
সম্প্রতি, ক্রেতাদের গুজবে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন।
তাঁর স্ট্যাটাসটি পাঠকদের জন্য নীচে তুলে ধরা হলো-
প্রিয় সিলেটবাসী,
সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমন রোধে জেলা পুলিশের পক্ষ থেকে জনসচেতনতা তৈরীর লক্ষে বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা যখন করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কাজ করছি ঠিক তখন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী নিত্যপন্যের সরবরাহ ঘাটতির অঝুহাতে কিছু জিনিষের দাম বৃদ্ধির কৌশল নিয়েছিল। বিষয়টি আমাদের নজরে আসার সাথে সাথে জেলা পুলিশ এবং জেলা প্রশাসন যৌথভাবে জিনিষপত্রের দাম স্বাভাবিক রাখতে জেলার প্রতিটি এলাকায় বাজার মনিটরিং করতে শুরু করে।এর ধারাবাহিকতায় অনেক জায়গায় কিছু ব্যবসায়ীদের জরিমানা করা হয়েছে।ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।
তবে একটি বিষয় পরিলক্ষিত হয় যে,করোনা ভাইরাসের সামগ্রিক পরিস্থিতির কারনে বাজারে নিত্যপন্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হয়ে যাবে মর্মে একটি অসাধু চক্র গুজব ছড়াচ্ছে।এরকম তথ্যে বিভ্রান্ত হয়ে সাধারন ক্রেতাদের মধ্যে এক ধরনের আতংক তৈরী হচ্ছে।যার দরুন মানুষ প্রয়োজনের অতিরিক্ত পন্য কিনতে খুচরা দোকানীদের কাছে ভীড় করছে।প্রকৃতপক্ষে বাজারে নিত্যপন্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হওয়ার কোন সম্ভাবনা নাই। ইতিমধ্যে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে আমাদের আলোচনা হয়েছে,উনারাও আমাদের নিশ্চিত করেছেন যে করোনা পরিস্থিতির কারনে বাজারে নিত্যপন্যের স্বাভাবিক সরবরাহে কোন প্রভাব পরবে না।গতকাল বৃহস্পতিবার এবং আজ শুক্রবার দেশের বিভিন্ন পাইকারী বাজার হতে স্বাভাবিকের চেয়ে প্রচুর পরিমান নিত্যপন্য বোঝাই ট্রাক সিলেটের কালীঘাট সহ বিভিন্ন বাজারে এসেছে মর্মে আমাদের কাছে তথ্য এসেছে।কাজেই বাজারে নিত্যপন্যের স্বাভাবিক সরবরাহ বন্ধ হওয়ার কোন আশংকা নেই।আমাদের গোয়েন্দা তথ্য মতে রাত দশটার পরে সিলেটের সুরমা মার্কেট থেকে কালীঘাট পর্যন্ত নিত্যপন্য বোঝাই ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে মর্মে জানা যায়।কাজেই বাজারে সরবরাহ কমে যাবে বলে যারা প্রয়োজনের অধিক নিত্যপন্য কিনে মজুদ করছেন আপনাদের কাছে অনুরোধ অঝথা বিভ্রান্ত হয়ে প্রতারনার শিকার হবেননা।পাইকারী বাজারের ব্যবসায়ীরা যেন কোন অঝুহাতে বাজারে স্বাভাবিক সরবরাহ বন্ধ কিংবা দাম বৃদ্ধি করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারী রয়েছে।
বাজারে নিত্যপন্যের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্ছ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।কাজেই কোনভাবেই বিভ্রান্ত না হয়ে প্রয়োজনের অতিরিক্ত পন্য কেনা থেকে বিরত থাকবেন।
(ছবি-রাত এগারটায় সিলেটের সুরমা মার্কেট হতে কালীঘাট মুখি নিত্যপন্য বোঝাই ট্রাকের একাংশ)