জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল!
প্রকাশিত হয়েছে : ১:৩৭:৪৬,অপরাহ্ন ১৭ মার্চ ২০২০ | সংবাদটি ৩৭৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় এবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। এছাড়া চলতি সপ্তাহেই দু’টি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা।
নিরাপত্তা পরিষদের সভাপতি ঝাং জুন দু’টি চূড়ান্ত বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন।
করোনাভাইরাসের বিস্তার ছড়িয়ে পড়ায় বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার (১৬ মার্চ) এক ঘোষণায় বৈঠক বাতিলের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সাংবাদিকদের বলেন, জাতিসংঘ দফতরের এক কর্মী কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। অন্যান্য দেশের কূটনীতিকদেরও বৈঠক বাতিলের বিষয়ে জানানো হয়েছে।