ফার্মেসীতে জরিমানা করায় দোকান বন্ধ করে প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১২:১৪:২৩,অপরাহ্ন ১৬ মার্চ ২০২০ | সংবাদটি ৪০৯ বার পঠিত
নয়ন বাবু, সাপাহার (নওগাঁ) থেকে:: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে নওগাঁর সাপাহার উপজেলার বিভিন্ন ঔষধের দোকানে অভিযান চালিয়ে জরিমানা করায় বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি তাৎক্ষনিক উপজেলা সদরের সকল ঔষধের দোকান বন্ধ করে প্রতিবাদ জানান।
সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় সদরের বণিক সমিতির হলরুমে প্রশাসনের হয়রানিমূলক কার্যক্রম এবং লাইসেন্স বিহীন দোকানে অভিযান না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সাপাহার শাখা।
সংবাদ সম্মেলনে বিভিন্ন ঔষদের দোকানদারগণ অভিযোগ করেন, আমাদের দেখভাল করার জন্য ড্রাগ সুপার আছেন তাদের যা যা নিয়ম আছেন সব নিয়মকানুন মেনে চলি। কিন্ত হঠাৎ করে যখন তখন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর আমাদের দোকানে এসে অভিযান চালিয়ে অহেতুক জরিমানা করে। আমরা সর্বদা জনগণের সেবায় নিয়োজিত আছি কোন প্রকার অবৈধ্য মালামাল বিক্রি করিনা। আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা করছি কিন্ত উপজেলায় প্রায় ১৪১ টি ঔষধের দোকানে লাইসেন্স নেই তাদের কোন আইনানুগ ব্যবস্থা না করে আমাদের যুক্তিহীন ভাবে বার বার জরিমানা করে অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করছে ভোক্তা অধিকার।
সংবাদ সম্মেলনে ড্রাগিষ্ট সমিতির নেতৃবৃন্দ বলেন, আমরা জণগনের কথা চিন্তা করে জণগনের খুবই দরকারি ঔষধের জন্য হয়তো ১ টা দোকান খোলা রাখবো তাছাড়া বাকি সব দোকান অনির্দিকালের জন্য বন্ধ থাকবে। হয়রানি বন্ধ করার আশ্বাস প্রশাসন দিলেই আমরা দোকান খুলবো।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি সাপাহার শাখার উপদেষ্টা আক্তার হোসেন, মোস্তাক আহম্মেদ, অর্জূণ কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল, সহ-সভাপতি অনিল চন্দ্র পাল প্রমূখ। এ সময় সেখানে উপজেলার লাইসেন্সধারী ৮৯ টি ঔষদের দোকানের মালিক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর সাখাওয়াত হোসেন জানান, আমরা উপজেলার পপুলার মেডিকেল স্টোর নামে ঔষধের দোকানে অভিযান চালিয়ে ডেট এক্সপেরি ঔষধ পাই। সেজন্য ভোক্তা অধিকার আইনে ৫ হাজার টাকা জরিমানা এবং মাস্ক বেশি দামে বিক্রি করার অপরাধে খুশবো আতর হাউজ নামের দোকানে ১ হাজার টাকা জরিমানা করা হয়।