জিততে হলে রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়েকে!
প্রকাশিত হয়েছে : ২:১১:২৩,অপরাহ্ন ০৩ মার্চ ২০২০ | সংবাদটি ৩২৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে ব্যাট করছে জিম্বাবুয়ে।
মঙ্গলবার (৩মার্চ) টস জিতে প্রথমে ব্যাট করে সফরকারীদের ৩২৩ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিকরা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪১ ওভারে ৬ উইকেটে ২১৩ রান।
জিততে হলে রেকর্ড গড়তে হবে জিম্বাবুয়েকে। কিন্তু পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই বিপর্যয়ে সফরকারীরা। শুরুর সে চাপটা অনেকটাই কমিয়ে এনেছিলেন মিডল অর্ডারের দুই ব্যাটসম্যান উইসলে মাধেভের ও সিকান্দার রাজা। দুইজনের ৮০ রানের জুটিতে এগিয়ে যাচ্ছিলো দলটি।
একের পর এক উইকেট নিয়ে সিরিজ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছে টাইগাররা। মঙ্গলবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেয়া ৩২৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সফরকারীদের সংগ্রহ ৪১ ওভারে ৬ উইকেটে ২১৩ রান।
জিম্বাবুয়েকে বড় লক্ষ্য দিয়ে শুরুতেই শিকার শুরু করে বাংলাদেশ। ইনিংসের চতুর্থ ওভারে শফিউলের বলে কাভারে লিটনের হাতে ক্যাচ হয়েছেন রেজিস চাকাভা। ৫ বলে ২ রান করেছেন জিম্বাবুয়ের এই ওপেনার।
শফিউলের করা ইনিংসের দশম ওভারের তৃতীয় বলটি মিড-অনে ঠেলে দিয়ে রান নেয়ার জন্য ছুটেছিলেন ব্রেন্ডন টেইলর। কিন্তু ঝাপিয়ে পড়ে বলটি ঠেকিয়ে নন-স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প ভেঙে দেন মেহেদী হাসান মিরাজ। ২১ বলে ১১ রান করেছেন টেইলর। ১৬তম ওভারে উইলিয়ামসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মিরাজ। ২৪ বলে ১৪ রান করেছেন উইলিয়ামস।
তিন উইকেট নিয়ে জিম্বাবুয়েকে কিছুটা চাপে ফেললেও কামুনহুমাউইয়ের অর্ধশতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিল জিম্বাবুয়ে। কিন্তু হাফ সেঞ্চুরি করা কামুনহুমউইকে বোল্ড করে ফিরিয়ে দেন তাইজুল। ফেরার আগে ৫১ রান করেন জিম্বাবুয়ের এই ওপেনার। কামুনহুকাউই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম অর্ধশত করেছেন।
এদিন সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩২২ রান করেছে বাংলাদেশ। স্বাগতিকদের পক্ষে তামিম ইকবাল ১৫৮ রান করেন। ৫৫ রান করেন মুশফিকুর রহিম। ১৮ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মোহাম্মদ মিথুন।
জিম্বাবুয়ের বোলারদের মধ্যে মুম্বা ২টি, টিশুমা ১টি, তিরিপানো ২টি ও মাধিভেরে ১টি করে উইকেট শিকার করেন।
জিম্বাবুয়েকে জিততে হলে রেকর্ড গড়ে জিততে হবে। কারণ তাদের টপকে যেতে হবে বাংলাদেশের দেওয়া ৩২৩ রানের পাহাড় সমান স্কোর। সে লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ চাপে আছে সফরকারীরা। দলীয় ১৫ রানে ওপেনার চাকাভাকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে দলটি। তৃতীয় উইকেটে খেলতে আসেন দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর।
টেইলরের শুরুটা দারুণ ছিল। তবে মেহেদী হাসান মিরাজের ‘নিখুঁত নিশানায়’ রান আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে এই ব্যাটসম্যানকে। দলীয় ১০ ওভারের তৃতীয় বলে শফিউলকে মোকাবিলা করতে গিয়ে রান আউটের শিকার হন তিনি (১১)। ফিরে যান দলীয় ৪৪ রানে।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। টাইগারদের হয়ে প্রথম ওভার করতে আসেন অধিনায়ক মাশরাফি। প্রথম পাঁচ বল ডট দেওয়ার পর ষষ্ঠ বলে দুই রান করে রানের খাতা খুলেন কামুনুকামে। পরের দুই ওভার কিছুটা সামলে খেলে চাকাভা ও কামুনুকামে। তবে চতুর্থ ওভারের প্রথম বলেই ইনিংসে প্রথম ধাক্কা খায় তারা। শফিউল ইসলামের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই কাভারে খেলতে গিয়ে লিটন দাসের তালু বন্ধি হন চাকাভা। ফিরে যান মাত্র ২ রানে।
এরআগে বাংলাদেশ দলের সেরা ওপেনার তামিম ইকবাল দীর্ঘ দিন পর রানে ফিরেছেন। শুধু রানেই ফিরেননি, গড়েছেন নতুন নতুন সব রেকর্ড। তামিমের ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস, মুশফিকের অর্ধশতক আর মাহমুদউল্লার ঝড়ো ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ৩২২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। এতে আফ্রিকার দেশটির লক্ষ্য দাঁড়ায় ৩২৩ রান। যা সফরকারী দেশটির বিপক্ষে ঘরের মাঠে সর্বোচ্চ সংগ্রহ। এর আগে প্রথম ম্যাচে ৩২১ রান সংগ্রহ করেছিল স্বাগতিকরা।
তামিম নিজ ক্যারিয়ারের সর্বোচ্চ ১৫৮ রানের ইনিংস খেলে তবেই প্যাভিলিয়নে ফিরেন। এই জিম্বাবুয়ের বিপক্ষেই ছিল তার প্রথম ১৫০ ঊর্ধ্ব ইনিংস। আজ ১৩৬ বলে ২০ চার ৩ ছক্কায় ১৫৮ রান করেন দেশ সেরা এই ওপেনার।
৫০ বলে ৫৫ রানের ইনিসং খেলেন মুশফিকুর রহীম। যেখানে ছিল ৬টি চারের মার। দলের অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লার ব্যাট থেকে আসে ৪১ রান। আজ জিতলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের।
এ দিকে, জিম্বাবুয়ের একাদশেও এসেছে দুই পরিবর্তন। আগের ম্যাচে অধিনায়কের দায়িত্বে থাকা চামু চিবাবার জায়গাতে আজ দায়িত্ব সামলাবেন শন উইলিয়ামস। আর ক্রেইগ আরভিনের জায়গাতে নেওয়া হয়েছে চার্ল্টন টিশুমাকে।