শাজাহান খানের মামলা প্রত্যাহারে সিলেটে আল্টিমেটাম
প্রকাশিত হয়েছে : ১১:৫৬:৩৮,অপরাহ্ন ১৮ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৩৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপির বিরুদ্ধে নিরাপদ সড়ক চাই (নিসচা)’র চেয়ারম্যান ইলিয়াছ কাঞ্চনের করা মামলা প্রত্যাহারের জন্য ৭২ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরের কোর্ট পয়েন্টে বিক্ষোভ করে এ আল্টিমেটাম দেন সংগঠনের নেতারা। এসময় তারা মামলার বাদি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের বিরুদ্ধেও স্লোগান দেন।
সিএনজি শ্রমিকদের দাবি, শাজাহান খানের ওপর ‘মিথ্যা মামলা’ দায়ের করা হয়েছে। ৭২ ঘন্টার মধ্যে এ মামলা প্রত্যাহার না করলে সিলেটে কঠোর আন্দোলনের হুশিয়ারিও দেন তারা।
এর আগে সিলেট রেজিস্ট্রারী মাঠে থেকে মিছিল বের করেন শ্রমিকরা। নগরীর বিভিন্ন সড়ক ঘুরে যা কোর্টপয়েন্ট গিয়ে শেষ হয়। জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-চট্ট- ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদের সভাপতিত্বে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতারা।