ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজে প্রভাষক দিয়ে শুরু অধ্যক্ষ হয়ে বিদায়
প্রকাশিত হয়েছে : ১২:৩৫:১৬,অপরাহ্ন ১১ ফেব্রুয়ারি ২০২০ | সংবাদটি ৭৫৪ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস অবসরগ্রহণ করেছেন।
ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ (বর্তমানে সরকারি কলেজ) থেকে শুরু করে শিক্ষকতা জীবনের ইতি টানলেন তিনি।
তার স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ আব্দুর রহিম।
দীর্ঘ ৩৩ বছরের স্মৃতি জড়ানো কলেজ থেকে একটি আক্ষেপ নিয়েই মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তিনি অবসর গ্রহণ করেন।
বিদায়ের আগেরদিন সোমবার (১০ ফেব্রুয়ারি) গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি তাঁর আক্ষেপের কথা জানান।
তিনি বলেন, কলেজে অনেক কিছুই করতে পেরেছি। কিন্তুি আমার আক্ষেপ রয়ে গেলো ৬ তলা বিশিষ্ট একটি ভবন করতে পারিনি।
তিনি বলেন, আমি চেষ্টা করেছি কলেজের মানোন্নয়নে। কলেজ সরকারিকরণসহ অনার্স কোর্স চালু হওয়ার পর থেকে কলেজের যথেষ্ট উন্নতি হয়েছে।
অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। কাজ করতে গিয়ে অনেক ভুল ত্রুটিও ঘটতে পারে। কলেজে একটি ৬তলা ভবন নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে বলে জানিয়ে সেটি নিয়ে আক্ষেপ প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, সাবেক দপ্তর সম্পাদক ইমরান আহমদ, কার্যনির্বাহী সদস্য দিনেশ দেবনাথ, সাংবাদিক সুলতান আবু নাসের, জয় রায় হিমেল, সাকিব আল মামুন।
উল্লেখ্য, ঢাকাদক্ষিণ সরকারি কলেজের অধ্যক্ষ অনুরঞ্জন দাস ১৯৮৭ সালে তদানিন্তন ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের গণিত বিভাগের প্রভাষক হিসেবে শিক্ষকতা জীবনের যাত্রা শুরু করেন। ২০১২ সাল থেকে নিযুক্ত হন কলেজের অধ্যক্ষ হিসেবে। তার অধীনেই ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ সরকারি কলেজে উন্নীত হয় ২০১৮সালে। বর্তমানে ৬টি অনার্স সাবজেক্টসহ সব বিভাগ মিলিয়ে কলেজে প্রায় সাড়ে ৪হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে।