বিএনপি প্রার্থীর শেষ প্রচারণায় হামলা, আহত রিজভী
প্রকাশিত হয়েছে : ১১:৫৫:৫৫,অপরাহ্ন ৩০ জানুয়ারি ২০২০ | সংবাদটি ৫২২ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের শেষ নির্বাচনী প্রচারণায় কে বা কারা হামলা চালিয়েছে। এ হামলার শিকার হয়েছেন বিএনপির সিনিয়র যগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। হামলায় রুহুল কবির রিজভীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহতও হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ঢাকা দুই সিটি নির্বাচনের প্রচারণার শেষ দিন ছিলো। শেষ দিনের শেষ প্রচারণায় অংশ নিয়েছিলেন রিজভীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। রাজধানীর কাওরান বাজারে বিএনপি মনোনীত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের প্রচারণাকালে রিজভী হামলার শিকার হন।
হাত ও পায়ে জখম রিজভীকে কাকরাইলের সেন্ট্রাল ইসলামি ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ সময় তার সাথে থাকা স্বেচ্ছাসেবক দলের শফিউল বারী বাবু, আবদুল কদির ভূঁইয়া জুয়েল, গোলাম সরোয়ার, সাইফুল ইসলাম ফিরোজ, মোর্শেদ আলম প্রমুখ নেতারা আহত হন। হামলার শিকার অন্যদেরও সেন্ট্রাল ইসলামী ব্যাংক হাসপাতাল কাকরাইলে চিকিৎসা দেয়া হচ্ছে। রিজভীর হাতে ও পায়ে ব্যান্ডেজ করা হয়েছে।