বাংলাদেশকে নতুন প্রস্তাব দিলো পাকিস্তান!
প্রকাশিত হয়েছে : ৩:১০:৩৫,অপরাহ্ন ০৮ জানুয়ারি ২০২০ | সংবাদটি ১২৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট দলের সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের পাঠানো নতুন প্রস্তাবে আবার আলোচনায় এসেছে বাংলাদেশের পাকিস্তান সফর।
দীর্ঘদিন পাকিস্তান সফর নিয়ে একটা অচলবস্থা তৈরি হয়েছিল। এই সফর শেষ পর্যন্ত হবে কি, হবে না সেটা নিয়ে চলছিল আলাপ-আলোচনা। বাংলাদেশ তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ এক সপ্তাহের মধ্যে খেলে চলে আসতে চেয়েছিল। পাকিস্তান দাবি করেছিল টি-টোয়েন্টিসহ টেস্ট সিরিজও তাদের মাটিতে খেলতে হবে। সেটা নিয়ে চলে দেন-দরবার। মাঝে এই আলোচনা কিছুটা ঝিমিয়েও পড়ে।
বুধবার (৮ জানুয়ারী) পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে প্রস্তাব দিয়েছে দ্রুততম সময়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট তাদের মাটিতে খেলে আসতে। বাংলাদেশ যে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চেয়েছিল আপতত সেটা তারা চাচ্ছে না। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যেকোনো সুবিধাজনক সময়ে বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজ খেলে আসার আমন্ত্রণ জানিয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে রাতেই গণমাধ্যমকে এমনটি জানানো হয়।
তবে পাকিস্তানের এই প্রস্তাবে সাড়া দিয়ে বাংলাদেশ ঝুঁকিপূর্ণ দেশটি সফর করবে কি করবে না সে বিষয়ে বৃহস্পতিবার (৯ জানুয়ারী) সিদ্ধান্ত নিবে বিসিবি।