গোলাপগঞ্জের আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তির ফলাফল প্রকাশ
প্রকাশিত হয়েছে : ১১:৫৪:০৬,অপরাহ্ন ০৮ ডিসেম্বর ২০১৯ | সংবাদটি ৩৯৩ বার পঠিত
আমাদের প্রতিতিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার সমাপনী পরীক্ষার্থীদের নিয়ে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অনুষ্ঠিত ৪র্থ আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক আলমগীর ঈমানী স্বাক্ষরিত ফলাফলে প্রথম গ্রেডে ৫জন, দ্বিতীয় গ্রেডে ৮ জন ও তৃতীয় গ্রেডে ১২ জন শিক্ষার্থী মেধা তালিকায় বৃত্তি পেয়েছে। এছাড়া স্কুল কোটায় বৃত্তি পেয়েছে ৩৮ জন শিক্ষার্থী।
প্রথম গ্রেডে বৃত্তি প্রাপ্তরা হচ্ছে- দত্তরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদা খানম সাথী (রোল নং ৪১৪), মুকিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাবিবা আক্তার (রোল নং ৫২৭), ধারাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ সোহানুর রহমান তালুকদার (রোল নং ৫১৩), দত্তরাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাহিরা ইয়াছমীন (রোল নং ৪১৫), ধারাবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজন চন্দ্র নাথ (রোল নং ৫১২)।
দ্বিতীয় গ্রেডে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে-৪৬৮, ৫২৬, ৪১৬, ৪১৭, ৪৮৫, ৫১৭, ৫৬১, ৫৬৪।
তৃতীয় গ্রেডে যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে- ৬৭০, ৬০২, ৪৬৫, ৬০১, ৬০৫, ৫০৭, ৬৭৩, ৫৭৮, ৪৪১, ৫৪৬, ৪৯১ ও ৪০৯।
স্কুল কোটায় যারা উত্তীর্ণ হয়েছে তাদের রোল নম্বার হচ্ছে- ৪০১, ৪০২, ৪০৬, ৪১৯, ৪২৭, ৪২৯, ৪৩৫, ৪৪৫, ৪৪৮, ৪৫৪, ৪৬২, ৪৭৩, ৪৮১, ৪৯৩, ৫০০, ৫১৮, ৫২৩, ৫৩৫, ৫৪৯, ৫৫২, ৫৫৫, ৫৫৬, ৫৮৩, ৫৮৬, ৫৯২, ৫৯৬, ৬০৯, ৬১১, ৬১৪, ৬১৮, ৬২৬, ৬৩৪, ৬৩৭, ৬৩৮, ৬৪৪, ৬৪৯, ৬৫৯, ৬৬৪।
উল্লেখ্য গত ৩০ ও ৩১ অক্টোবর উপজেলার আমুড়া ইউনিয়নের ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রায় অর্ধশত সরকারী/বেসরকারী প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলের সমাপনী পরীক্ষার্থীরা অংশ নেয়।
এদিকে, পরীক্ষায় বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরস্কার শীঘ্রই অনুষ্ঠানের মাধ্যমে প্রদান করা হবে বলে জানিয়েছেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর।