আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের দু’দিনব্যাপী মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করলেন যারা
প্রকাশিত হয়েছে : ৪:১৬:২০,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬৮৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার সমাপনী পরীক্ষার্থীদের নিয়ে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দু’দিনব্যাপী ৪র্থ আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
পরীক্ষায় উপজেলার ৫৯ টি স্কুলের ২৭৪ জন শিক্ষার্থী অংশ নেন।
আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথমদিন বুধবার (৩০ অক্টোবর) বাংলা ও গণিত, দ্বিতীয়দিন বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইরেজি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রথমদিন পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডা. আব্দুর রহমান, ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, হলিসিটি এডুকেশন ট্রাস্টের চেয়ারম্যান অজামিল চন্দ্র নাথ, জেলা সহকারী শিক্ষক সমিতির সহসভাপতি অধির রাম বিশ্বাস, গোলাপগঞ্জ উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি হানিফ আহমদ, প্রধান শিক্ষক শামছুন নাহার, মিহির রঞ্জন, জয়নাল আবেদিন, অবসরপ্রাপ্ত শিক্ষক সাদিকুর রহমান, সমাজসেবী খলকুর রহমান, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুছ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাব সভাপতি এম আব্দুল জলিল, সহসভাপতি আজিজ খান, ঢাকাদক্ষিণ বাজারের ব্যবসায়ী আব্দুল হাকিম, ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারী আজমল হোসেন, ইউপি সদস্য আব্দুল খালিক, আওয়ামীলীগ নেতা ডা. ইব্রাহিম আলী, আলমাছ উদ্দিন অবুঝ, সাংবাদিক জাবেদ, শাওন।
দ্বিতীয়দিন প্রথম পর্বে হল পরিদর্শন করেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য গোলাপগঞ্জ মডেল থানার অসার ইনচার্জ মিজানুর রহমান, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি অধির রাম বিশ্বাস, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নাজিমুল লস্কর, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি কামাল উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য সেলিম উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক জাকারিয়া তালুকদার, গোলাম দস্তাগীর খান ছামিন, ইমরান আহমদ, সমাজসেবী আলীম উদ্দিন বাবলু, ডাঃ ওয়াহিদুজ্জামান লিটন, প্রধান শিক্ষক শামসুন নাহার, মুহিত আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সমাজসেবী রাজু আহমদ, তামিম আহমদ, ব্যবসায়ী সুহেল আহমদ।
দ্বিতীয় পর্বে হল পরিদর্শন করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আমিনুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খায়রুজ্জামান, মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আপ্তাব আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, শিক্ষক কাজি লিয়াকত আলী, হাসান আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, ইউপি সদস্য হোসাইন আহমদ, সমাজসেবী কামরান আহমদ, ব্যবসায়ী জাহেদ আহমদ, রাজু আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, জাবেদ মাহবুব।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক আলমগীর ইমানী, ট্রাস্টের কোষাধ্যক্ষ আনোয়ার মাছুম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হুমায়ুন, প্রধান শিক্ষক ও কেন্দ্র প্রধান ইসমতি জাহান, প্রাক্তন শিক্ষক ইমরান আহমদ, সহকারী শিক্ষক মিটু কান্তি দেব, শাহরিয়ার হোসেন, আহবাব হোসেন, লোপা বেগম, নাছিমুল হক, মাহমুদ হোসেন, সাজু আহমদ প্রমুখ।