আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের মেধাবৃত্তি সম্পন্ন: শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে মেধাবৃত্তি ভূমিকা রাখে —— সৈয়দ মিছবাহ
প্রকাশিত হয়েছে : ২:০৭:৫২,অপরাহ্ন ৩১ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৬৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ উপজেলার প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের নিয়ে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে দু’দিনব্যাপী ৪র্থ আব্দুল মুতলিব-আব্দুল মতিন মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) শেষদিন উপজেলার ধারাবহর মাশা মডেল টাউনস্থ আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষার হল পরিদর্শনকালে জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের মানোন্নয়ন ও তাদের মধ্যে প্রতিভা বিকাশে সরকারের পাশাপাশি প্রাইভেট বৃত্তিগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাড়াগায়ে নিরিবিলি পরিবেশে প্রায় তিন শতাধিক শিক্ষার্থীর স্বতস্ফুর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ পরীক্ষা দেখে তিনি মুগ্ধ হয়ে আয়োজকদের ধন্যবাদ জানান এবং এরকম বৃত্তি অনুষ্ঠানে তিনি সবসময় সাথে থাকার ঘোষণা দেন। এসময় তিনি অভিভাবকসহ পরীক্ষায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রথম পর্বে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি অধির রাম বিশ্বাস, আমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক নাজিমুল লস্কর, ঢাকাদক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাদেপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি কামাল উদ্দিন, ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম, সদস্য সেলিম উদ্দিন, গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি এনামুল হক এনাম, সহসভাপতি মোহাম্মদ আব্দুল কুদ্দুস, সিনিয়র সাংবাদিক জাকারিয়া তালুকদার, গোলাম দস্তাগীর খান ছামিন, ইমরান আহমদ, সমাজসেবী আলীম উদ্দিন বাবলু, ডাঃ ওয়াহিদুজ্জামান লিটন, প্রধান শিক্ষক শামসুন নাহার, মুহিত আহমদ, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মোঃ রুবেল আহমদ, ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সমাজসেবী রাজু আহমদ, তামিম আহমদ, ব্যবসায়ী সুহেল আহমদ।
দ্বিতীয় শিফটে হল পরিদর্শন করেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিসংখ্যানবিদ আমিনুল হক, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা খায়রুজ্জামান, মুকিতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাজী আপ্তাব আলী, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী হাবিবুর রহমান, প্রধান শিক্ষক মিফতাহ উদ্দিন, শিক্ষক কাজি লিয়াকত আলী, হাসান আহমদ, সাংবাদিক মাহফুজ আহমদ চৌধুরী, ইউপি সদস্য হোসাইন আহমদ, সমাজসেবী কামরান আহমদ, ব্যবসায়ী জাহেদ আহমদ, রাজু আহমদ, সাংবাদিক ফখরুল ইসলাম শাকিল, জাবেদ মাহবুব।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ আনোয়ার মাছুম, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হুমায়ুন, প্রধান শিক্ষক কাজী ইসমতি জাহান, সহকারী শিক্ষক মিটু কান্তি দেব, আহবাব হোসেন, শাহরিয়ার হোসেন, লোপা বেগম, টাষ্ট্রের সদস্য নাসিমুল হক প্রমুখ।
উল্লেখ্য, পরীক্ষায় উপজেলার ৫৯ টি স্কুলের ২৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। পরীক্ষার প্রথমদিন বুধবার বাংলা ও গণিত অনুষ্ঠিত হয়। দ্বিতীয়দিন বৃহস্পতিবার ইরেজি ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।