ভারত সফরের আগেই সাকিবকে নিষিদ্ধ করছে আইসিসি!
প্রকাশিত হয়েছে : ৫:৪১:৪৮,অপরাহ্ন ২৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৭৩৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ভারতে খেলতে যাওয়ার আগে নাটকীয়তা যেন শেষ হচ্ছে না বাংলাদেশের ক্রিকেট পাড়ায়। প্রথমে ১১ দফার দাবিতে আন্দোলন, তারপর সেটার সঙ্গে আরও দুই দফা যোগ করা, খেলোয়াড়দের তীব্র আন্দোলনের মুখে বিসিবির দাবি মেনে নেওয়া- এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে কত কিছুরই না সাক্ষী হলো বাংলাদেশের ক্রিকেট।
তবে এবার যে বিষয়টি সামনে এসেছে সেটা শোনার জন্য কোনো টাইগার ক্রিকেটপ্রেমীই প্রস্তুত নন। বিশ্বসেরা টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে ম্যাচ পাতানোর প্রস্তাবে চুপ থাকার প্রমাণ পাওয়া গেছে। আর এ কারণে তাকে আগামী ১৮ মাসের জন্য নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
সে হিসেবে কেবল ভারত সফরেই নয়, সামনের আরও বেশ কয়েকটি সিরিজেই খেলতে পারবেন না সাকিব। এমনকি আগামী বছরের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপেও খেলতে পারবেন না তিনি।
সোমবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত ক্রিকেট পাড়া সরব ছিল সাকিবকে নিয়ে। সবার মুখে ছিল কিছু প্রশ্ন- ভারত সফরে যাচ্ছেন তো সাকিব? না কি গ্রামীণফোনের সঙ্গে করা চুক্তির কারণে বোর্ডের কাছ থেকে কারণদর্শানোর নোটিশ পেয়ে ক্ষুব্ধ এই অলরাউন্ডার ভারত সফরে না যাওয়ার চেষ্টা করছেন?
তবে শুধু সাকিব নয়, আরও বেশ কয়েকজন ক্রিকেটার ভারত সফরে না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন বলে জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এমন পরিস্থিতিতে সোমবার সন্ধ্যায় বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিঠির প্রধান আকরাম খান মঙ্গলবার (২৯ অক্টোবর) ভারত সফরের জন্য নতুন করে টি-টুয়েন্টি স্কোয়াড ঘোষণার কথা জানান।
রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও ঘোলাটে হতে থাকে। এবার পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। বোর্ডের কয়েকজন পরিচালকের কথায় কেমন যেন ভাব! মধ্যরাত থেকেই কানাঘুষা শোনা যায়- আরে সাকিব ভারত সফরে যাবেন কি যাবেন না, সেটা বড় নয়। সাকিব আদৌ যেতে পারবেন কি না সেটাই এখন দেখার বিষয়।
বোর্ডের উচ্চপদস্থ কয়েকজনের মুখে এমন কথা শোনার পরও ঠিক বোঝা যায়নি আসল ঘটনা কী? তবে কিছুক্ষণের মধ্যেই রহস্য উন্মোচন হয়- সেটা এমন এক খবর, যা শোনার জন্য ক্রিকেট পাগল বাংলাদেশিরা একেবারেই প্রস্তুত নয়। সন্দেহাতীভাবেই এই খবর শুনলে বাংলাদেশ ক্রিকেটের ভক্ত-সমর্থকদের মাথায় বাজ পড়ার উপক্রম হবে।
বোর্ডের দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে দেশের প্রভাবশালী একটি গণমাধ্যম জানিয়েছে, সাকিব আসলে ভারতে যেতে চাচ্ছেন না খবরটি ঠিক নয়। আসলে তিনি যেতে পারবেন না। সম্ভবত আইসিসির দুর্নীতি দমন সংস্থার রায়ে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন সাকিব। তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। এর মধ্যে একটি হলো- বাজিকরদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও চুপ থাকা। আইসিসির কোড অব কন্ডাক্ট অনুযায়ী যা গুরুতর অপরাধ।
আইসিসির কোড অব কন্ডাক্টে বলা আছে, বাজিকরদের কাছ থেকে ম্যাচ পাতানো বা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেলে সংশ্লিষ্ট বোর্ডকে জানাতে হবে। অথবা আইসিসির দুর্নীতি দমন সংস্থা- আকসুকে অবহিত করতে হবে। আর যদি সেটা গোপন রাখা হয়, তবে তা চরম শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। যেখানে সাকিব বোর্ডকেও বলেননি, আকসুকেও অবহিত করেননি; বরং চুপ ছিলেন।