আবরার হত্যার আসামীর পক্ষে লড়তে গিয়ে দল থেকে বহিস্কার!
প্রকাশিত হয়েছে : ১২:১২:৫২,অপরাহ্ন ০৯ অক্টোবর ২০১৯ | সংবাদটি ৪৪৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ছাত্রলীগ নেতার আইনজীবী হওয়ায় ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’র কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি। তিনি বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে জড়িত আসামি মুজাহিদুলের পক্ষে আইনি লড়াইয়ে অংশ নিয়েছেন। মোজাহিদুল রহমান ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইইই বিভাগ, ১৬তম ব্যাচ ও বুয়েট ছাত্রলীগ সদস্য।
মঙ্গলবার (৮ অক্টোবর) রাত দেড়টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোর্শেদা খাতুন শিল্পীকে সংগঠনের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে আইনজীবী ফোরামের সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তার কোনও সম্পর্ক থাকবে না।
গত ৩ অক্টোবর জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বহিস্কৃত মোর্শেদা খাতুন শিল্পী এ কমিটির সদস্য।