ফকিরাপুল ক্লাবে নিজের দায়িত্ব নিয়ে মুখ খুললেন মেনন!
প্রকাশিত হয়েছে : ১২:২৯:৫৬,অপরাহ্ন ২৬ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৪৪৭ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সাবেক মন্ত্রী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি এবার রাজধানীর ফকিরাপুলের ক্লাবে ক্যাসিনো নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, ক্লাবের দায়িত্বে থাকায় ক্যাসিনো ব্যবসার জন্য গায়ে দাগ লাগলে লাগুক।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
তিনি জানান, ফকিরাপুলে ইয়াংমেন্স ক্লাবে তিনি মাত্র একদিন গিয়েছিলেন। তাও উদ্বোধন করতে। এটাই শেষ। তবে তিনি জানতেন না সেখানে ক্যাসিনো ছিল।
রাশেদ খান মেনন দাবি করেন, ইয়াংমেন্স ক্লাবে ২০১৭ সালে ক্যাসিনো শুরু হয়। এসময় তিনি প্রশ্ন রাখেন- প্রশাসনের কেউ জানতো না সেখানে কী হয় আর আমি জানবো কীভাবে?
দেশে চলমান দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন ক্লাবে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ পর্যন্ত ঢাকা দক্ষিণ যুবলীগের নেতা খালেদ ভূঁইয়া, জিকে শামীমসহ বেশ কয়েকজন নেতাকে ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় গ্রেফতার করা হয়েছে। তারা বিভিন্ন মেয়াদে রিমান্ডে রয়েছেন।
এদিকে রাজধানীর ফকিরাপুলে ইয়ংমেন্স ক্লাবের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেননের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদর উকিল (লিগ্যাল) নোটিশ পাঠানো হয়েছে।
একই সঙ্গে ক্যাসিনো নিয়ে ‘অসাংবিধানিক বক্তব্য’ দেয়ার অভিযোগে বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মহিবুল হককে এ নোটিশ পাঠানো হয়।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রেজিস্ট্রিযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুছ আলী আকন্দ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হবে।