নামাজ চলাকালেও বন্ধ হয়নি বিএনপির সমাবেশের মাইক!
প্রকাশিত হয়েছে : ১২:৫৮:৫৮,অপরাহ্ন ২৫ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১৩৮০ বার পঠিত
আামদের প্রতিদিন ডেস্ক:: সিলেট রেজিস্ট্রি মাঠে চলছে বিএনপির বিভাগীয় সমাবেশ। একজন নেতা বক্তব্য প্রদানকালে পাশে থাকা জজকোর্ট জামে মসজিদসহ আশপাশের মসজিদের মাইকে শুরু হয় আসরের আজান। আজান শুনে সমাবেশের পিছনে উপস্থিত নেতাকর্মী ও জনতা আজান হচ্ছে বলে চিৎকার করলেও ভাষণ বন্ধ হয়নি। আজানের ১৫ মিনিট পর মসজিদে শুরু হয় আসরের জামাত। সেসময়ও মসজিদে জামাত শুরু হয়েছে, মাইক বন্ধ করার জন্য কয়েকজন চিৎকার করেন। কিন্তু জামাত চলাকালেও মাইক বন্ধ হয়নি, চলে জ্বালাময়ী ভাষণ। ঐ বক্তা ভাষণ শেষ করলে ঘোষক ঘোষণা দেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ভাষণ দেবেন। তখনও শোনা যায় কয়েকজন নেতা ও পথচারীরা মাইক বন্ধের জন্য চিৎকার করতে থাকেন। কিন্তু কেউই মাইক বন্ধ করেনি।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সিলেট রেজিস্ট্রিমাঠে বিএনপি আয়োজিত বিভাগীয় সমাবেশ চলাকালে এসময় মঞ্চে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নামাজ চলাকালে মাইক বন্ধ না করায় সমাবেশ স্থলের একেবারেই নিকটে জজকোর্ট জামে মসজিদের মুসল্লিদের নামাজে মারাত্মক ব্যাঘাত ঘটে। নামাজের সালাম ফিরিয়েই শুরু হয় গুঞ্জন, মসজিদ থেকে বের হয়ে এনিয়ে সাধারণ মানুষের মাঝে চলে নানা সমালোচনা। অনেকে বলেন, বিএনপি বলে তারা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, কিন্তু পাশেই মসজিদে নামাজ চলছে, নামাজ পড়াতো দূরে থাক, মাইক পর্যন্ত তারা বন্ধ করেনি।
এব্যাপারে জানতে চাইলে, নামপ্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা বলেন, মাইকে আজান শোনে আমরা মাইক বন্ধ করার জন্য বলেছিলাম, এমনকি জামাত চলাকালেও বলেছি, কিন্তু মঞ্চ থেকে কেউ কোন কর্ণপাৎ করেনি।
ভিডিতে দেখুন মসজিদে চলছে নামাজ আর মাইকে বক্তৃতা চলছেন সমাবেশ স্থলে…