সিলেট আসছেন রাশেদ খান মেনন
প্রকাশিত হয়েছে : ১২:৪৫:৩৪,অপরাহ্ন ২৪ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৬৬৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি সিলেটে আসছেন।
আগামী ১৩ অক্টোবর সিলেট জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলনে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
সম্মেলনকে ঘিরে ইতোমধ্যে জেলার অধিনস্থ বিভিন্ন উপজেলা কমিটি, জেলা সেল কমিটি গঠিত হয়েছে। আগামী সম্মেলন ছাত্রমৈত্রী, যুব মৈত্রী, নারী মুক্তিসহ বিভিন্ন বন্ধুপ্রতিম সংগঠন ও পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতা কামনা করেছেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা সাধারণ সম্পাদক কমরেড সিকান্দার আলী।