তাকমীলের নিবন্ধনে লাগবে ফজিলত বিভাগের নম্বরপত্র
প্রকাশিত হয়েছে : ৪:১৫:৫০,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ১০৭১ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়াহ বাংলাদেশের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালে তাকমীলের (দাওরায়ে হাদীসের) চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষায় নিবন্ধনের জন্য ফজিলত বিভাগে উত্তীর্ণ হওয়া আবশ্যক। তাই বেফাকুল মাদারিসিল আরাবিয়ার অধীনে বিগত পরীক্ষায় যারা ফজিলত বিভাগে উত্তীর্ণ হয়েছেন তাদের নম্বরপত্র সংগ্রহ করতে বলা হয়েছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অনলাইন সাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর অন্তর্ভূক্ত সকল তাকমীল মাদরাসা সমূহের মুহতামিমগণ এবং শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আসন্ন ২০২০ ঈ: সনের তাকমীল (দাওরায়ে হাদীস) মারহালায় পরীক্ষার্থীদের নিবন্ধন করার জন্য ফযীলাত মারহালায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। সে মতে সকল তাকমীল মাদরাসার মুহতামিমগণ ও পরীক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, আপনারা অবশ্যই ফযীলাত মারহালার নম্বরপত্র বেফাক বোর্ড অফিস অথবা বেফাকের ওয়েব সাইট থেকে সংগ্রহ করে রাখবেন। যাতে ২০২০ ইং সনের নিবন্ধন ফরমের সাথে জমা দিতে কোন সমস্যা না হয়।
জানা যায়, তাকমীলের নিবন্ধনের সময় ফজিলত বিভাগের নম্বরপত্র চেক করা হবে। নম্বরপত্রে কোন প্রকার তথ্য অসত্য প্রমাণিত হলে নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।
বেফাকের সকল বিভাগের পরীক্ষার নম্বরপত্র www.wifaqresult.com এই সাইটে পাওয়া যাবে।