নিরাপত্তা চেয়ে একাসাথে ৫৬ সাংবাদিকের জিডি!
প্রকাশিত হয়েছে : ১১:১৩:২১,অপরাহ্ন ২২ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ২৪০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: সিলেটে জীবনের নিরাপত্তা চেয়ে একসাথে থানায় এসে সাধারণ ডায়েরী (জিডি) করলেন ৫৬ সাংবাদিক। সম্প্রতি সাংবাদিক মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকদারীরা গ্রেফতার করায় নিজেদের নিরাপত্তা চেয়ে তারা সকলে এ জিডি করেন।
রোববার (২২ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে কতোয়ালী থানায় উপস্থিত হয়ে তারা এ জিডি করেন।
জিডিতে সাংবাদিকরা উল্লেখ করেন, ১৯ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট মঈনুল হক বুলবুলকে সাদা পোশাকে অস্ত্রধারী একদল লোক তুলে নিয়ে যায়।
ঘটনার পর থেকে ইমজার নেতৃবৃন্দ ও সিলেটের টেলিভিশনের সাংবাদিকেরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন শাখায় যোগাযোগ করেও কোনও তথ্য পাননি।
জিডিতে আরও উল্লেখ করা হয়, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা স্বত্বেও ১৯ সেপ্টেম্বর সাদা পোশাকে সিনিয়র সাংবাদিক বুলবুলকে তুলে নিয়ে সিলেট জেলা পুলিশ ক্ষমতার অপব্যবহার করেছে।
সেই সাথে দুই ঘন্টা পুলিশের লুকোচুরি খেলা আমাদের উদ্বিগ্ন করেছে। তাই, আমরা আমাদের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ইমজার সভাপতি ও দেশ টিভির সিলেট প্রতিনিধি বাপ্পা ঘোষ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।