উপাচার্যের পদত্যাগ দাবিতে উত্তাল বশেমুরবিপ্রবি
প্রকাশিত হয়েছে : ১০:১৬:৪৯,অপরাহ্ন ১৯ সেপ্টেম্বর ২০১৯ | সংবাদটি ৩৩৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করে তারা।
এ সময় অধ্যাপক ড.খোন্দকার নাসিরউদ্দিনকে বিএনপির লোক দাবি করে উপাচার্যের বিভিন্ন দুর্নীতি ও অনিয়ম তুলে ধরে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান এ ভিসির মেয়াদে নিয়োগ পাওয়া শিক্ষকরা দুর্নীতির মাধ্যমে নিয়োগ পেয়েছে। এ বিশ্ববিদ্যালয়ে জামায়াত-বিএনপির ভিসি থাকতে পারবে না। তিনি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে।
এর আগে, বুধবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপাচার্যের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনের ডাক দেন শিক্ষার্থীরা।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের ঘোষিত দাবি মেনে নিয়ে গভীর রাতে এক অফিস আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপরও উপাচার্যের পদত্যাগের দাবিতে আজ প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা।
এর আগে বুধবার বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ও দ্য ডেইলি সানের ক্যাম্পাস প্রতিনিধি ফাতেমা তুজ জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর একদিন আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে এই শিক্ষার্থীর কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। একজন উপাচার্য কীভাবে একজন শিক্ষার্থীর সঙ্গে এরকম ভাষায় কথা বলতে পারেন সেটি নিয়েও বিভিন্ন গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম ও সুশীল সমাজে কড়া সমালোচনা শুরু হয়।