বাংলাদেশ বিমানে লোকসানের পর পৌনে ৩’শ কোটি টাকা মুনাফা!
প্রকাশিত হয়েছে : ৩:৩৫:৪০,অপরাহ্ন ১৬ আগস্ট ২০১৯ | সংবাদটি ৯৯৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: নয় বছরের মধ্যে ছয় বছরই লোকসান দিয়েছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচ বছর লোকসান দেয়। তবে পরবর্তী তিন অর্থবছরে কিছুটা লাভের মুখ দেখলেও একবছর পরই ২০১৭-১৮ অর্থবছরে বড় অংকের লোকসান দেওয়ার পর ২০১৮-১৯ অর্থবছরে ফের মুনাফায় ফিরেছে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থাটি। এ অর্থবছরে প্রায় পৌনে ৩শ কোটি টাকা মুনাফা করেছে এয়ারলাইন্সটি।
বিমানের তথ্যমতে, ২০১৮-১৯ অর্থবছরে বিমানের মোট আয় হয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা। সব মিলে বিমানের ব্যয় হয়েছে ৫ হাজার ৫১৯ কোটি টাকা। নিট মুনাফা হয়েছে ২৭২ কোটি টাকা। ২০১৮-১৯ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বকেয়া পরিশোধ করেছে ৫৩ কোটি টাকা। এছাড়া ফুয়েল সংগ্রহ করেছে নগদ ৮৫০ কোটি টাকার।
এর আগে ২০১৭-১৮ অর্থবছরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের লোকসানের পরিমাণ ২০১ কোটি টাকা।