এবার দাবানলে পুড়ছে পর্তুগাল!
প্রকাশিত হয়েছে : ১২:০২:১০,অপরাহ্ন ২২ জুলাই ২০১৯ | সংবাদটি ৩৫৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইসরাইলে দাবানলের পর এবার পর্তুগালের কাস্টেলো ব্রাঙ্কো অঞ্চলের তিনটি পাহাড়ি বনে দাবানল ছড়িয়ে পড়েছে। নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েকশো দমকলকর্মী।
এর মধ্যে দুটি দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দমকলকর্মীদের সঙ্গে মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের।
দাবানলের কারণে বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেয়া হয়েছে। এদিকে, দগ্ধ একজনকে হেলিকপ্টারে করে দেশটির রাজধানী লিসবনে নেয়া হয়েছে।
মধ্য ও দক্ষিণ পর্তুগালের ছয়টি অঞ্চলে অগ্নিকাণ্ডের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে ইসরাইলেও ছড়েয় পড়েছিল দাবানল।