বিএনপি নেতা ব্যারিস্টার রফিকুল ইসলাম সিঙ্গাপুরে!
প্রকাশিত হয়েছে : ৩:২৪:২০,অপরাহ্ন ১৮ জুলাই ২০১৯ | সংবাদটি ৪৯৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার শারীরিক অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন। সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ব্যারিস্টার রফিকুলের একান্ত সহকারী মোকছেদুর রহমান আবির।
তিনি জানান, ব্যারিস্টার রফিকের সঙ্গে তার সহধর্মিনী ড. শাহেদা রফিক ও তার দুই ছেলে রয়েছেন। সেখানে নিউরো সার্জন অধ্যাপক ওয়াং হি কিট-এর অধীনে স্যারের মেরুদন্ডে অস্ত্রোপচার করা হবে।’
এর আগে অসুস্থ হয়ে ৩ জুলাই রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। সেখানে তিনি নিউরো সার্জন অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল অধ্যাপক শফিকুল আলমের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালে তার এমআরআই সম্পন্ন হয়েছে। পরে চিকিৎসকরা তার মেরুদন্ডে অস্ত্রোপচারের পরামর্শ দেন। ঝুঁকিপূর্ণ হওয়ায় চিকিৎসকরা সিঙ্গাপুরে যাওয়ার সুপারিশ করেছেন।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবার।