এরশাদের মৃত্যুুতে দেয়া শোকবার্তায় যা বললেন আল্লামা আহমদ শফী
প্রকাশিত হয়েছে : ৫:৪৭:৪০,অপরাহ্ন ১৪ জুলাই ২০১৯ | সংবাদটি ২১৩৩ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
রবিবার (১৪ জুলাই) সংবাদমাধ্যমকে পাঠানো শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।
রাষ্ট্রপতি থাকার সময় এইচএম এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণাসহ ধর্মীয় বিষয়ে গঠনমূলক ভূমিকার কথা স্মরণ করেন হেফাজত আমির। সেসঙ্গে সদ্য প্রয়াত এরশাদের রুহের মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান আল্লামা শফী।
জীবিত থাকা অবস্থায় এরশাদ আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর দোয়া ও শারীরিক অবস্থার খোঁজ নিতে বেশ কয়েকবার ওই মাদ্রাসায় গিয়েছিলেন।