দ্বিতীয় সেমিফাইনালে ব্যাট হাতে মাঠে অস্ট্রেলিয়া
প্রকাশিত হয়েছে : ১০:৩৪:১২,অপরাহ্ন ১১ জুলাই ২০১৯ | সংবাদটি ৩১৬ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার মুখোমুখি ইংল্যান্ড।
বৃহস্পতিবার এজবাস্টনে বাংলাদেশ সময় ৩.৩০ মিনিটে খেলাটি শুরু হয়। ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের জন্য মাঠে নেমেছে অস্ট্রেলিয়া।
লিগ পর্বের ম্যাচে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৬৪ রানে হারিয়ে দিয়েছিল। ২৫ জুন লর্ডসের সেই ম্যাচে ২৮৬ রান তাড়া করতে নেমে ২২১ রানে অলআউট হয় ইংল্যান্ড।
ইংলিশ কোনো ব্যাটসম্যানই বড় স্কোর করতে পারেননি। তবে ওপেনার জেসন রয় ফিরে আসায় আবার ইংল্যান্ডের ব্যাটিং শক্তি ফিরে পেয়েছে। গ্রুপ পর্বের শেষদিকে দারুণ খেলে তারা শেষ চারে পৌঁছে যায়।
২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ড প্রথম রাউন্ডে হেরে বিদায় নিয়েছিল এবং শেষ পেরেকটি ঠুকে দিয়েছিল বাংলাদেশ। তারপর থেকে ইংল্যান্ডের ওয়ানডে ক্রিকেটই বদলে গেছে। ক্রিকেট বিশ্বের অন্যতম পরাশক্তি এখন ক্রিকেটের জনকরা।
অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, পিটার হ্যান্ডসকম্ব, মার্কোস স্টইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জেসন বেহরেনডর্ফ, নাথান লিওন।
ইংল্যান্ড একাদশ : জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, এউইন মরগ্যান, বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস, মার্ক উড, জোফরা আর্চার, লিয়াম প্লাঙ্কেট, আদিল রশিদ।