গোলাপগঞ্জের গৌছ জাল নোটসহ আবার গ্রেফতার!
প্রকাশিত হয়েছে : ৫:২২:২৬,অপরাহ্ন ০২ জুলাই ২০১৯ | সংবাদটি ৪০০ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: গোলাপগঞ্জ থেকে জাল নোট তৈরীর সরঞ্জামসহ প্রতারক চক্রের সদস্য গৌছ উদ্দিনকে আবার গ্রেফতার করেছে র্যাব। এসময় তার সাথে তাকা অপর এক সহযোগিকেও গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গৌছ উদ্দিন উপজেলার ডামপাল গ্রামের মৃত মনোহর আলীর পুত্র। আটক অপর সহযোগি উপজেলার আমুড়া দক্ষিণপাড়া গ্রামের লোলাই মিয়ার পুত্র জুবেল আহমেদ (৪৯)। এসময় তাদের কাছ থেকে তিনটি এক হাজার টাকার জাল নোট, ৪ টি সাদা রং এর বোতল ও জাল নোট তৈরীর বিভিন্ন প্রকার কেমিকেল উদ্ধার করা হয়েছে।
সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী, সিলেট ক্যাম্প এর একটি আভিযানিক দল মেজর মোঃ শওকাতুল মোনায়েম এর নেতৃত্বে গোলাপগঞ্জে অভিযান পরিচালনা করে। অভিযানকালে আসামী মোঃ গৌছ উদ্দিন এর আধাপাকা টিনশেড ঘরের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, জাল নোট সমূহ বিভিন্ন জায়গায় অপরিচিত দোকানদারদের কাছে তারা সরবরাহ করতো। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গৌছ উদ্দিনকে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর গোলাপগঞ্জ রানাপিং বাজার থেকে জাল নোটসহ আটক করেছিল সিলেট জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার সাথে আরো দু’জনকেও আটক করে। তারা হচ্ছে উপজেলার ফাজিলপুর গ্রামের নিজাম উদ্দিন (৩০) ও মোবেল আহমদ (৪০)।