জুমার নামাজ চলাকালে সন্ত্রাসী হামলা, নিহত ১০ মুসল্লি!
প্রকাশিত হয়েছে : ৯:৪৪:৫৭,অপরাহ্ন ২২ জুন ২০১৯ | সংবাদটি ৩৬৮ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: ইরাকের রাজধানী বাগদাদের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসী হামলায় ১০ মুসল্লি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন।
স্থানীয় নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, শুক্রবার (২১ জুন) স্থানীয় সময় দুপুরে রাজধানী বাগদাদের পূর্বাঞ্চলে অবস্থিত এক শিয়া মসজিদে হামলাটি চালানো হয়।
গত কয়েক মাসের মধ্যে এটাই শহরটিতে হওয়া সবচেয়ে বড় ধরনের নাশকতা। তবে এখন পর্যন্ত কেউ বা কোনো সংগঠন মর্মান্তিক এ হামলার দায় স্বীকার করেনি।
বাগদাদের পুলিশ ক্যাপ্টেন আহমেদ খালাফ বলেন, বাগদাদের পূর্বাঞ্চলীয় আল বালাদিয়াত এলাকার অবস্থিত শিয়া মতালম্বীদের একটি মসজিদে এ হামলা চালানো হয়। অজ্ঞাত হামলাকারী নিজের শরীরে করে বিস্ফোরক বেল্ট নিয়ে মসজিদটিতে প্রবেশ করেন। পরে নামাজ চলাকালে আত্মঘাতী হামলা চালায় ওই ব্যক্তি।
তিনি বলেন, মসজিদের ভেতর থেকে ১০ মুসল্লির লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আহত ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
গত মাসে বাগদাদের উত্তরের দিকে অবস্থিত একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় অন্তত আটজন নিহত এবং আরও ১৫ জন আহত হয়। এ ছাড়া গত বছরের নভেম্বরে শিয়া অধ্যূষিত বেশ কিছু জেলায় বিস্ফোরণে ছয় জন নিহত হন।