ববি, পুতুল ও মিঠুর কাউন্সিলর কার্ড বাতিল করলেন শেখ হাসিনা
প্রকাশিত হয়েছে : ৯:০২:৪২,অপরাহ্ন ১৯ অক্টোবর ২০১৬ | সংবাদটি ২৫১৭ বার পঠিত
উৎপল দাস : আওয়ামী লীগের ২০ তম জাতীয় সম্মেলনে কাউন্সিলর হিসেবে যোগ দেয়ার কথা থাকলেও তা পারছেন না বঙ্গবন্ধুর দৌহিত্র ও শেখ রেহানা পুত্র রিদওয়ান মুজিব সিদ্দিক ববি, প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ এবং তার স্বামী খন্দকার মাশরুর হোসেন মিঠু।
বুধবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে তাদের কাউন্সিলর কার্ড বাতিলের নির্দেশ দেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা।
শুধু ববি, পতুল এবং মিতুর কাউন্সিলর কার্ডই বাতিল করেননি প্রধানমন্ত্রী। গোপালগঞ্জ থেকে নিজের নামে করা কাউন্সিলর কার্ডও বাতিল করেছেন তিনি। কেন্দ্রীয় নেতাদের নিজ জেলা থেকে কাউন্সিলর না হওয়ার নির্দেশনা দিয়েছেন।
বৈঠক সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চান, এবারের সম্মেলনে তৃণমূল থেকে নেতারা কাউন্সিলর হিসেবে যোগদান করুক। এজন্যই মোট ১২ টি কার্ড বাতিল করা হয়েছে। এছাড়া যেসব কেন্দ্রীয় নেতারা নিজ জেলা থেকে কাউন্সিলর হয়েছেন তাদের কার্ডও বাতিল করার নির্দেশ দিয়েছেন।
আগামী ২২-২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০ তম সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ঢাকা মহানগর উত্তরের কাউন্সিলর হিসেবে রিদওয়ান সিদ্দিক ববি, ফরিদপুর থেকে সায়মা ওয়াজেদ এবং তার স্বামী খন্দকার মাশরুর হোসেন মিঠুর যোগ দেয়ার কথা ছিল।
আওয়ামী লীগের সম্মেলনের মোট সাড়ে ৬ হাজার কাউন্সিলরদের কার্ড ধানমণ্ডির প্রিয়াংকা কমিউনিটি সেন্টার থেকে বৃহস্পতিবার হতে দেয়া হবে।
সূত্র: পূর্বপশ্চিম অনলাইন