উইন্ডিজদের ২১২ রানেই আটকে দিলো ইংল্যান্ড
প্রকাশিত হয়েছে : ২:৩৭:৫৫,অপরাহ্ন ১৪ জুন ২০১৯ | সংবাদটি ২৫৫ বার পঠিত
আমাদের প্রতিদিন ডেস্ক:: উইন্ডিজকে বেশিদূর যেতে দিল না ইংল্যান্ড। পেসারদের দাপটে গেইল-রাসেলদের ২১২ রানেই আটকে দিয়েছে ইংলিশরা।
শুক্রবার টস হেরে আগে ব্যাট করতে নেমে ওকস-আর্চারদের সামনে ঘাম ঝরেছে টপ অর্ডারের। ২ রানে এভিন লূইসকে বোল্ড করেন ওকস। মার্ক উডের শিকার হওয়ার আগে দারুণ ফর্মে থাকা শেই হোপ করেন মাত্র ১১ রান। একটি লাইফ পেয়েও ক্রিস গেইল করেন ৩৬। ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে টেনে তোলার চেষ্টা করেন নিকোলাস পুরান এবং শিমরন হিটমেয়ার। পেস সামলে উঠলেও স্পিনেই কাটা পড়েন হিটমেয়ার এবং হোল্ডার। দুজনকে ফেরান জো রুট। আন্দ্রে রাসেল ঝড়ের পূর্বাভাস দিলেও তা বেশিক্ষণ থাকেনি। ২১ রানে তিনি ক্রিস ওকসের হাতে ক্যাচ দেন, মার্ক উডের বলে। এরপরপরই দারুণ খেলতে থাকা পুরানকে ৬৩ রানে তুলে নেন জোফরে আর্চার।
শেষ দিকে কাউকেই দাঁড়াতে দেননি আর্চার। পুরান আর কটরেলকে ফিরিয়ে তো হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। কিছুদূর যেতেই ব্রাথওয়েটকেও তুলে নেন আর্চার। আর শেনন গ্যাব্রিয়েলকে ০ রানে ক্রিস ওকস বোল্ড করে দিলে উইন্ডিজের ইনিংস গুটিয়ে যায় ২১২ রানে।
স্কোর:
উইন্ডিজ ২১২/১০ (৪৪.৪)
ক্রিস গেইল ৩৬ (৪১)
এভিন লুইস ২ (৮)
শেই হোপ ১১ (৩০)
নিকোলাস পুরান ৬৩ (৭৮)
শিমরন হিটমেয়ার ৩৯ (৪৮)
জেসন হোল্ডার ৯ (১০)
আন্দ্রে রাসেল ২১ (১৬)
কার্লস ব্রাথওয়েট ১৪ (২২)
শেলডন কটরেল ০ (১)
ওশানে থমাস ০* (১১)
শেনন গ্যাব্রিয়েল ০ (৩)
বোলার
ক্রিস ওকস ৫-২-১৬-১
জোফরে আর্চার ৯-১-৩০-৩
লিয়াম প্লাঙ্কেট ৫-০-৩০-১
মার্ক উড ৬.৪-০-১৮-৩
বেন স্টোকস ৪-০-২৫-০
আদিল রশিদ ১০-০-৬১-০
জো রুট ৫-০-২৭-২
টার্গেট ২১৩।